বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

পাখি জীবন

 উড়তে চায় সবাই

পারুক আর নাই'ই পারুক, 

পাখি আকাশে দেখলেই মানুষের মনে সাধ জাগে 

 - আকাশে ডানা মেলার

 - পাখির মত উড়ে চলার 

মানুষেরও ইচ্ছে করে পাখি হওয়ার

তোমাদের করে না?


না করলে তবে তো তোমার চোখে স্বপ্ন খেলে না 

তুমি হয়তো রক্ত মাংসের মানুষ

 - তবে পরিস্থিতির চাপে

 - কিংবা সংসারের চাপে

 - আর নয়তো অন্য কোন কারণে 

তোমার চোখ থেকে স্বপ্ন উড়ে গেছে, 

এখন হয় তুমি চোখ বন্ধ করলেই ঘুমে ঢুলে পড়ো

কিংবা সারারাত দুশ্চিন্তায় জেগে থাকো চোখ বন্ধ করে; 

আর নয়তো অবশ্যই পাখিদের উড়ে যাওয়া দেখে তোমার চোখ স্বপ্ন দেখে

 - পাখি হতে

 - ডানা মেলতে আকাশে......... 


আমি কি কিঞ্চিৎ ঠিক বললাম?

 - অথবা পুরোটাই?


যাক ও প্রসঙ্গ বাদ দেই, 

আমরা খুব সাধারণ মানুষের কাছে চলে আসি

যাদের চোখ ভরা স্বপ্ন এখনো চোখের কোলে 

যারা পাখি দেখলেই মনের আকাশে ডানা মেলে

আমি তাদের দলে

আমি তাদেরই দলে,

শুধু তোমাদের সাথে আমার পার্থক্য 

 - আমি স্বপ্নে ডানা মেলি না 

 - আমি ঘর থেকে বের হয়ে যাই, ঐ পাখিদের পিছু পিছু

 - শুধু মনে মনে পাখি হয়ে নয়, ঘর থেকে বের হয়ে 

 - সংসারের মায়া সংসারে ছেড়ে দিয়ে 

 - বাস্তব কারও ঘাড়ে বাস্তবতাগুলোকে চাপিয়ে দিয়ে 

তারপর একদম পাখি হই, পাখিদের পিছু পিছু

হয়তো পাখিরই জীবন আমার - আর মানুষের অল্প কিছু;


অনেকেই হয়তো পাখি হওয়ার স্বপ্ন দেখে তবে পাখি হতে পারে না

 - মধ্যে চলে আসে কিছু সম্পর্ক নামক বন্ধন 

    আর সংসার নামের সং এর শূন্য অন্তঃসার, 

তবে এগুলোর মধ্যেও আমি পাখি হই

মানুষের জীবনের মধ্যে থেকেই কাটাই ইকারাসের জীবন

ঐ অনেক উঁচুতে ডানা মেলে

মাটি থেকে অনেক অনেক অনেক ওপরে উড়ে 

তারপর কিছুদিন মেঘের সাথে সখ্যতার পরে 

আবার ফিরে আসি মাটিতে, আমার মাটির ঘরে

সংসার নামক মধুর এক বন্ধনের টানে 

কিছুদিন সং এর সাথে সার করি 

তারপর আবার ইকারাসের ডানায় উড়ি;


এ জীবনটা সবার নয়

পাখি হতে হলে সংসারে কিছু মানুষ লাগে 

যাদের ভরসায় আকাশে ডানা মেলা যায়

নিশ্চিন্তে পাখা মেলা যায়, ইকারাস ডানায়। 


#হিবিজিবি_হাবিজাবি


পাখি জীবন

 - মোঃ আহসানুল হক 


১৯ মে, ২০২৪


 



 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন