যে পথ একবার হেঁটে এসেছি সেখানে দ্বিতীয়বার খুব সহসা ফেরা হয়ে ওঠে না,
ফেরা কোনভাবেই সম্ভব হয় না পাড়ি দেয়া সময়ে
ফেরা যায় না অতীতে,
পেছনের দিকে কে কবে হেঁটেছে ফেলে আসা পথে?
তবু পেছনের পথ বড্ড টানে
খুব মনে পড়ে অতীত
স্মৃতিতে আমরা তাই বারবার ফিরে যাই অতীতে
কে জানে কিসের টানে?
অনেক পেছনের অতীতে কেউ একজন খুব ভালবেসেছিল কোন এক প্রত্যন্ত গ্রামে
তারপর গ্রামের বয়ে যাওয়া নদীতে অনেক জল গড়িয়েছে
পাড় ভাঙতে ভাঙতে আজ গ্রামটাও নদীতে বিলীন
সেই মেয়েটিরও বিয়ে হয়ে গিয়েছিল কৈশোরের দ্বারপ্রান্তে
গ্রামের মেয়েদের স্বভাবতই খুব বাল্য বেলায় বিয়ে হয়ে যায়
আজ হঠাৎ করে কেন জানি হঠাৎ করেই তার কথা মনে হয় গিয়েছিল পথ চলতে চলতে স্মৃতির রোমন্থনে,
আচ্ছা সেই মেয়েটি এখন কেমন আছে?
চিনতে পারবে আজ আমাকে দেখলে?
আমিই কি চিনতে পারবো সেই কিশোরী প্রেমিকাকে?
আজকাল খুব হুট হঠাৎ করেই অনেক অনেক আগেকার কোন একটি স্মৃতি মনে পড়ে যায়
মনে পড়ে যায় কোন এক অতীতের মানুষ'কে
ফিরে যেতে ইচ্ছে করে সুদূর অতীতে,
পেছনে ফিরে যেতে পেরেছে কে কবে?
আমি কঠিন পিচ-ঢালা পথ চলতে চলতে
কোমল স্মৃতিতে ভিজতে থাকি পেছন পথে,
অথচ কিছুতেই মনে করতে পারছি না মেয়েটির নাম
মাঝে মাঝে স্মৃতিগুলো আমাকে নিয়ে বড্ড অদ্ভুত খেলা খেলে।
#কবিতা
পেছন পথ
- মোঃ আহসানুল হক
Palo Duro Canyon
Texas
29 December, 2023
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন