আমি মাঝে মাঝে যেন এ পৃথিবীতে থাকি না
থাকি অন্য কোথাও,
বেশিরভাগ ঘুমের ঘোরে
কখনো কল্পনায় কখনো স্বপ্নে
হয়তো আকাশে কিংবা কোন এক অন্য জগতে
কিংবা অন্য কোন পৃথিবীতে;
তারপর একসময় ধীরে ধীরে নেমে আসি মেঘের ঝুরি বেয়ে
কখনো তুষার হয়ে কখনো কুয়াশা
কখনো মেঘ কখনো ঝর্ণা
কখনো কলকল শব্দে কখনো নিঃশব্দে
তারপর পাখির ডানায় বসে নামতে নামতে
নেমে যাই কোন বটের ঝুরি তে
মেঘের ঝুরি থেকে বটের ঝুরি,
ব্যাপারটা কেমন হয়ে গেলো না?
স্বপ্ন ভঙ্গের বেদনা জানো?
না জানলে তুলনা'টা বুঝবে না;
তারপর নামতে নামতে একবারে নেমে যাই মাটির তলদেশে
কখনো নদীর পলিতে কখনো সাগরের নিচের বালিতে
মাটির তলায় কেমন যেন একটা শান্তি শান্তি ভাব আছে
কেনই বা থাকবে না!
কোন একসময় তো ঘুমাতে হবে ওখানেই
তাই মাটির টান মাটি টানবেই
শরীর'টা তো মাটিই
তাই না?
মানুষ কখনো কখনো স্বপ্ন দেখে
কখনো চরম বাস্তবতায় স্বপ্ন দেখার সময়টুকুও করতে পারে না
বাস্তবতা পেটের জন্য
পেট'টাকে শান্ত করতে পারলে তবেই না বাকি চাহিদা,
আরে চাহিদার কি আর শেষ আছে?
থাক চাহিদার কথা আজ আর নাই বা বলি
ওটা তোলা থাক অন্য কোন সময়ের জন্য;
স্বপ্ন আর বাস্তব জীবনের মধ্যে পার্থক্য বড্ড তীব্র
একটা যদি সাদা হয় আরেকটা কুচকুচে কালো
একটা সুখের হলে আরেকটা প্রচণ্ড দুঃখের
একটা হো হো হাসির হলে আরেকটা বুকফাটা কান্নার
আমি যেমন হাসি দেখেছি তেমনি দেখেছি কান্না
আমি হাসতে হাসতে কাঁদতে দেখেছি
কাঁদতে কাঁদতে দেখেছি হো হো হাসিতে ফেটে পড়তে
আমার বড় একটা সমস্যা হলো
আমি নিজেরটার পাশাপাশি অন্যের হাসিকান্নাও দেখতে পাই
অন্যের হাসিতে খুশি হই
কান্নায় বয়ে যাই নদী হয়ে
তারপর সূর্যের প্রখর তাপে অন্ধকার হতে হতে
মিশে যাই মিশমিশে কালোর সাথে;
স্বপ্নগুলো এত অদ্ভুত কেন?
#হিবিজিবি_কথামালা
অদ্ভুত কিছু স্বপ্ন
- মোঃ আহসানুল হক
২৪ সেপ্টেম্বর, ২০২৪
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন