বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

দীর্ঘ ঘুম

 আজকাল ঘুমগুলো যেন বড্ড দীর্ঘ হয়

আজকাল বেড়ে গেছে ঘুমানোর সময়

ইদানীং ভালো লাগে না জাগতিক কিছু 

মৃত্যু কি তবে ধেয়ে আসছে পিছু পিছু?


আজকাল ঘুমগুলো হয় বড্ড বেশি গাঢ় 

আজকাল ঘুম ভাঙলেই মন খারাপ আরও

ঘুম ভাঙলেই আজকাল মৃত্যুর কথা মনে হয়

তবে কি খুব কাছে চলে এসেছে মৃত্যুর সময়?   


আজকাল চোখে স্বপ্ন বসে না আর কোন 

আজকাল মৃত্যু খুব কাছে এসেছে যেন

গভীর ঘুম কি মৃত্যুর খুব কাছাকাছি নয়?

হয়তো একদিন ঘুম ভাঙবে না, মৃত্যুর সময়।


#হিবিজিবি_মনকথা 


দীর্ঘ ঘুম

 - মোঃ আহসানুল হক 


১১ জুন, ২০২৪ 




 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন