তুষারের ছাওয়া চারিধার
চলমান জীবন
সরিষা পায়ে চলছি আমি
কু ঝিক ঝিক মন;
কু ঝিক ঝিক, কু ঝিক ঝিক
রেলের চাকায় সময়
বরফ বরফ শীতের আবেশ
বাতাসে তুষার বয়;
দিগন্ত জোড়া তুষার
যতদূর চোখ যায়
ঠাণ্ডা ঠাণ্ডা অনুভব
মনের ভেতর ছায়;
সমান্তরাল রেলের পাত দেখি
যতদূর চোখ যায়
জীবনের চাহিদা ও প্রাপ্তি
সমান্তরালই রয়ে যায়;
বরফের ওপর চলতে চলতে
ক্যামেরার চোখে দেখি
অধরা সব সৌন্দর্যগুলো
মনের খাতায় আঁকি;
কু ঝিক ঝিক, কু ঝিক ঝিক
পিছলে যায় সময়
রেলের চাকার কু ঝিক ঝিক
জীবনের কথা কয়;
চলতে চলতে কোন একদিন
রেলের চাকা যাবে থেমে
আমিও থামবো জীবন চালায়
জীবনের নিয়ম মেনে।
#কবিতা
জীবন চাকায়
- মোঃ আহসানুল হক
০৮ জানুয়ারি, ২০২৪
ডরভাল
কানাডা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন