বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

বন্ধুত্বের সম্পর্ক

 আমি প্রায়ঃশই নানা কারণে এখানে ওখানে ঘুরে বেড়াই 

নানা রকম মানুষের সংস্পর্শে আসি, আর সম্পর্ক কুড়াই, 

প্রত্যেকটা মানুষ একজন আরেকজন থেকে অন্যরকম 

কিছু ভালো কিছু খারাপ কেউ বিরক্তিকর, যার যার স্বভাব মতন 

আমি প্রত্যেক ধরনের মানুষের সাথেই মিশে যাই খুব বেশ 

কারও কথা ভুলে যাই আর কারও কথা রয়ে যায় স্মৃতিতে রেশ 

তবে মনে দাগ না কাটলে খুব সময় লাগে না তাদের ভুলে যেতে 

এদের মাঝেই একজন দুজন খুব হঠাৎ করেই বসে যায় মনের রথে 

বন্ধুত্বের সূচনাগুলো এভাবেই হয়, দেশে কিংবা বিদেশে

তারপর মনে সম্পর্কগুলোর লালন পালন স্মৃতির পাশে; 

এদের কারো কারো সঙ্গে দেখা হয় না অনেকদিন হয়তো 

আজকাল যোগাযোগের কতই না মাধ্যম! তাই যোগাযোগ রয় তো 

তারপর পৃথিবীর গোলক ঘুরে দেখা হয়ে যায় কোথাও না কোথাও 

দেখা হতেই বিচ্ছেদের মধ্যেকার সময় গুলো হঠাৎ করেই উধাও 

গল্পে স্মৃতিচারণে দুজনার সময়গুলো কিছুদিন বেশ ভালই কাটে

তারপর আবার যে যার পথে বন্ধুত্বের সম্পর্কটা রয়ে যায় বটে। 


#হিবিজিবি_কথা 


বন্ধুত্বের সম্পর্ক 

 - মোঃ আহসানুল হক 


২২ শে নভেম্বর ২০২৪ 

কলকাতা,ইন্ডিয়া

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন