এক একটা সম্পর্ক এক এক রকম
কিছু সম্পর্ক আছে রক্তের
ওগুলো পরিবর্তন করা যায় না
রক্তের সম্পর্ক গুলো ভালো থাকবে না খারাপ থাকবে তা অনেকটাই স্বার্থসংশ্লিষ্ট
সম্পর্কের পারদের ওঠানামা স্বার্থের তাপমাত্রার সাথে
ওগুলো প্রত্যেকের জীবনেই কিছু না কিছু থাকবে;
আর কিছু সম্পর্ক তৈরি করে নিতে হয়
কিছু তৈরি করা সম্পর্ক কাচের মতই ভঙ্গুর
কিছু পাথরের মত মজবুত
মানুষের চলার পথে এগুলো ঢেউয়ের মতো আসে
বেশিরভাগই বয়ে যায় আর কিছু সম্পর্কে গভীর পলি পড়ে থাকে
আমি ক্রমাগত ঢেউয়ের ভিড়ে পলি পড়া সম্পর্ক গুলো খুঁজি
যেগুলো পাথরের মত শক্ত, লোহার চেয়ে কঠিন
যেগুলো মনের অনেক গভীরের দাগ রেখে যায়,
আমি সেই সম্পর্ক গুলোর কথা বলছি যেগুলোতে মনের নদীতে
গভীর স্রোত অনুভব করি আর স্রোতের সাথে বয়ে চলি;
জীবনের রক্তের সম্পর্ক গুলো বেশিরভাগই কাঁদায়
আর নদীর স্রোতে বয়ে আসা সম্পর্ক গুলো বেঁচে থাকার প্রেরণা যোগায়
ঐ যে ঐ সব পলি পরা সম্পর্কগুলো,
বেশিরভাগ মানুষ এ সম্পর্ক গুলোকে মূল্যায়ন করে না
তারা ছোটে রক্তের সম্পর্ক গুলোর পেছনে
আঘাতের পর আঘাত খেয়েও আরো আঘাত খেতে
আমি আঘাতে আঘাতে নিম তেতো হতে হতে কখন জানি নিজেই নিমগাছ হয়ে গেছি
আজকাল কাটলেও রক্ত বের হয় না,
তারচেয়ে হঠাৎ হঠাৎ জলে ভেসে আসা সম্পর্কগুলো
মাঝে মাঝে মাকড়সার জালের মত এমন পেচিয়ে রাখে যে
চেষ্টা করেও জাল ছাড়ানো যায় না
এ সম্পর্ক গুলো হতে আমি অবশ্য জাল ছাড়াতেও চাইনা,
আমি ইতিউতি নদী জঙ্গল পাহাড় সাগর ঘুরে বেড়াই
আর পলি পড়া সম্পর্কগুলো কুড়াই
নাম না জানা কি সব জানি এক মায়ায় জড়াই
বিচ্ছেদের সময় এ সম্পর্কগুলো বড্ড কাঁদায়
আমি কাঁদতে কাঁদতেই পথ পাড়ি দেই
নতুন কোন এক পলি পড়া সম্পর্কের খোঁজে;
সম্পর্কের চেয়ে মধুর কষ্টদায়ক সম্পর্ক আর কিছু নাই।
#কবিতা
পলি পড়া সম্পর্কগুলো
- মোঃ আহসানুল হক
৩১ জানুয়ারি , ২০২৪
নিউইয়র্ক
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন