বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

প্রকৃতি ও প্রেম

 ঐ অনেক দূরে আলো নিভে যাচ্ছে

তোমরা সূর্যাস্ত বলো

আমি বলি সূর্যের ঘুম 

অনেকে বলে লালের ক্ষরণ

তারপর অন্ধকার;


ঐ যে আরও অনেক অনেক দূরে!

ঐ অস্তগামী সূর্যের কাছাকাছি! 

ওখানে পাশাপাশি দুটি মানুষ বসে আছে

ওরা কি সূর্যাস্ত দেখছে, নাকি ডুবে আছে প্রেমে? 

বড্ড অদ্ভুত লাগছে সূর্যের গায়ে দুটি ছায়া, 

প্রেমের সময়গুলো বড্ড অদ্ভুত কাটে  

চারিদিকে এত এত সৌন্দর্য 

অথচ দুজন মেতে থাকে দুজনায়

ওদের প্রকৃতি দেখার সময় কোথায়?


সূর্য কি হাসছে ওদের দেখে? 

কিংবা আকাশ!


#হিবিজিবি 


প্রকৃতি ও প্রেম  

 - মোঃ আহসানুল হক


২৭ অক্টোবর, ২০২৪

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন