বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

হ্যাঁ এর জয় জয়কার

 ততক্ষণ তুমি ওদের যতক্ষণ ওদের হ্যাঁ তে হ্যাঁ মিলিয়ে যেতে পার; 

একবার হ্যাঁ তে না এর ছাই ঢেলে দেখই না! 

তুমি কারোরই কেও না

হোক সে বাবা-মা কিংবা ভাই-ভাই-বোন অথবা স্ত্রী কিংবা সন্তান 

দূর করে দিতে কিংবা দূরে সরে যেতে  জুড়ি নেই 'না' এর

হ্যাঁ এর থেকে আপন আর কেউ নেই

 - অর্থ কিংবা সম্পর্কে; 


যত বড় বেঠিকই হোক না কেন!  

 - জী হ্যাঁ 

তুই, তুমি, আপনি সঠিক বলেছেন

যতক্ষণ আমি হ্যাঁ তে আছি,

আমি ততক্ষণ সবার আপন

আর সবাই আমারও আপন

 - যতক্ষণ আমার মুখে 'হ্যাঁ'

ঠিক বললাম কি? 


 -হ্যাঁ রে ভাই, হ্যাঁ।


#হ্যাঁ_মনের_হিবিজিবি 


হ্যাঁ এর জয় জয়কার 

 - মোঃ আহসানুল হক


৪ নভেম্বর, ২০২৪

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন