ওরা বলেছে মুখ বন্ধ কর
আমি মুখ বন্ধ রেখেছি
সাহস হয় নি বলতে আমার
চারিদিকে যা দেখেছি
আমি ওদের কথা রেখেছি,
মুখ বন্ধ রাখতে রাখতে
আমি বোবা হয়ে গিয়েছি
আজকে আমি বলতে পারি না
তবুও কোথায় কি হচ্ছে জেনেছি;
ওরা বলেছে কান বন্ধ কর
আমি কান বন্ধ করেছি
সাহস হয় নি শুনতে আমার
কি হচ্ছে চারিদিকে
আমি ওদের কথা রেখেছি
কান বন্ধ রাখতে রাখতে
আমি বধির হয়ে গিয়েছি
আজকে আমি কিছুই শুনি না
কিন্তু ওদের কথাই শুনেছি;
ওরা বলেছে চোখ বন্ধ কর
আমি চোখ বন্ধ রেখেছি
সাহস হয় নি দেখতে আমার
চারিদিকের ঘটনাগুলো
আমি ওদের কথা রেখেছি
চোখ বন্ধ রাখতে রাখতে
আমি দৃষ্টিশক্তি হারিয়েছি
আজকে আমি কিছুই দেখি না
আমি ওদের চোখেই দেখছি;
ওরা বলেছে বিবেক বেঁচে দাও
আমি অল্প-মূল্যে বেঁচে দিয়েছি
সাহস হয় নি তাঁদের না বলতে
সবাই নাকি বেচছে দেদারসে
আমি ওদের কথায় বেঁচেছি
বিবেক বেঁচে আমার লাভই হয়েছে
আমি বিবেক-শূন্য মানুষ হয়েছি
আসলে মানুষ? আমি জানি না
শুধু ওদের কথামতোই চলেছি;
হঠাৎ একদিন বোবা হয়ে আসা কথাগুলো বললো
- কথা বলার চেষ্টা কর
হঠাৎ একদিন বধির কান কানপড়া দিয়ে বললো
- কথা শোনার চেষ্টা কর
হঠাৎ একদিন অন্ধ চোখ বলে উঠলো
- তাকা চারিদিক
তারও অনেক দিন পর
হঠাৎ একদিন বিবেক কড়া নেড়ে বললো
- এবার মানুষ হ,
আমি মানুষ হতে গিয়ে আয়নায় দেখলাম
- মানুষের অবয়বে দাঁড়িয়ে - জীবন্ত লাশ।
#হিবিজিবি_হাবিজাবি
জীবন্ত লাশ
- মোঃ আহসানুল হক
২৭ জুলাই, ২০২৪
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন