বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

আফসোসের দীর্ঘশ্বাস

 আমি কোথা থেকে এসেছি?

কোথায় চলেছি?

শেষ পর্যন্ত কোথায়ই বা যাব?

মাঝে মধ্যেই ভাবনাগুলো বড্ড ভাবায়;   


জন্মের আগে কোথায় ছিলাম?

বিশ্বাসীদের হিসেবে আলমে আরওয়াহ'তে

মৃত্যুর পর কোথায় যাব?

বিশ্বাসীদের হিসেবে আলমে বারযাখে, 

অবিশ্বাসীদের কাছে রূহের জগৎ বলে কিছু নেই

আমি বিশ্বাসীদের দলে; 


এই যে আলমে আরওয়াহ থেকে মাতৃ জঠর!

চারমাস ওখানে থেকে মাংসপিণ্ড বেড়ে ওঠার সাথে সাথে রূহের ফুঁৎকার 

আমার দ্বিতীয় জীবনে আগমন,  

কতই না নিশ্চিন্ত জীবন; 

 

তারপর এলামে পৃথিবীতে, চিৎকার করে কেঁদে উঠে 

কাঁদবো নাই বা কেন?

নিশ্চিন্ত জীবন থেকে কেই বা যেতে চায় অনিশ্চিত জীবনে

আমি কাঁদছিলাম আর হাসছিলো সবাই, আমার আগমনে

আমার তৃতীয় জীবনে পদার্পণে; 

 

ধীরে ধীরে বেড়ে ওঠার সাথে সাথে চিনতে লাগলাম নিষ্ঠুর পৃথিবী

সবাই দৌড়চ্ছে উদ্ভ্রান্ত রেসের ঘোড়ায় চেপে

লোভ নামক রিপুর কাঁধে বসে  

অর্থ নামক স্বাচ্ছন্দ্যের পিছে 

স্বার্থ নামক কালো কালি মেখে

আলো নামক সম্পর্কগুলো পিষে;


তারপর দৌড়তে দৌড়তেই কখন জানি 

মৃত্যু নামক এক অমোঘ নিয়তি ছুঁয়ে দেয়  

নিজেকে আবিষ্কার আলমে বারযাখে 

তোমরা বলছ, আহা! লোকটা মারা গেছে;  

কই?

আমি তো দিব্যি বেঁচে আছি - আমার চতুর্থ জীবনে

আচ্ছা! পাপপূণ্যের মাপকাঠিতে রূহটা কি ইল্লিয়্যিনে যাবে না সিজ্জীনে?


এই যে আলমের জগতের মধ্যেখানের জগৎটা!

কি কি'ই না করেছি এখানে!

পূণ্য কি আসলে কিছু কামিয়েছি? 

পাপাচারের কি কি'ই না বাকি রেখেছি!

কিসের জন্য?

অর্থের জন্য, স্বার্থের জন্য? 

আসলে কার জন্য?

এই যে পাপের পথের কামানো অর্থের পাহাড়?

সাড়ে তিন হাত অন্ধকার ঘরে কিছু কি নিয়ে যাচ্ছি?

তবে কার জন্য এ পাপের পথে দৌড়েছি?

সন্তানের জন্য?

শব হয়ে আমি সবই দেখছি

দেখছি আমার বুকের ওপর আছড়ে পড়ে তাদের কান্না

আমি জানি তারা আমাকে অনেক ভালোবাসে, অনেক মায়া করে

কিন্তু আমাকে যেতে হবে একটু পরই ঐ অন্ধকার ঘরে

বড্ড ভয় করছে,

এই যে প্রিয় সন্তানদের জন্য এত এত কিছু করেছি!

তারা কেউ কি যাবে আমার সঙ্গে?

জিজ্ঞেস করতে খুব ইচ্ছে করছে

ঐ যে স্ত্রী! কান্নায় একটু পর পর অজ্ঞান হয়ে যাচ্ছে!

সে যাবে?

মা এখনো বেঁচে আছেন - ওনার কান্নাও শুকিয়ে গেছে

উনি যাবেন?

কেউ তো যাবে না সঙ্গে, শুধু যাবে আমলনামা

তবে কার জন্য এ জীবনটা দৌড়েছি?


আর একটা বার তৃতীয় জীবনটা শুরু করতে পারলে

নিজেকে শুধরে নিতে পারতাম কি?

কোন জীবনই আর ফিরে আসবে না 

আকাশে বাতাসে শুধু আফসোসের দীর্ঘশ্বাস।  



#হিবিজিবি_হাবিজাবি


আফসোসের দীর্ঘশ্বাস

 - মোঃ আহসানুল হক 


১৪ এপ্রিল, ২০২৪



 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন