মানুষের সাথেই মানুষের পরিচয়
কিছু বন্ধুত্ব কিছু প্রণয়
কিছু সম্পর্ক হারায়
আর কিছু পরিণয়;
আমরা অতীত মনে করি হারানো অতীতের ভাঁজে
আমরা সম্পর্ক খুঁজি হারানো সম্পর্কের মাঝে,
অতীত ফিরে আসে না
ফিরে পাওয়া যায় না হারানো সম্পর্ক
শুধু একাকীত্বের সময় মনে পড়ে
পুরনো সেই সম্পর্কের গল্প,
সম্পর্ক লিপিবদ্ধ হয় কলমের আঁচরে
আর থরে থরে দুঃখগুলো সাঁজে কবিতার ভাঁজে;
বয়সের সাথে সাথে অনেক স্মৃতিই ম্লান হয়ে আসে
অথচ একটি দুটি হারানো সম্পর্ক মস্তিষ্কে বসে
আঁচর কাটে অতীত, না পাওয়ার বেদনায়
মানুষ প্রেম নাম দেয়, কাগজের খাতায়
কলম লিখে যায় অপ্রাপ্তির কিছু গল্প
হোক না সে সম্পর্কের স্থায়িত্ব যতই অল্প,
তোমরা লেখার মাঝে গল্প খুঁজ
কলম আঁকে কবিতা
পুরনো যত কথা ছিল
লেখা হয় কি সবই তা?
কেউ গল্প লিখে কেউ কাব্য ছাপে
কেউ কবিতা লিখে নিজেকে যাচে
কারও লবণ কান্নায় আর কারও ঘামে
কেউ দুঃখগুলো বেঁচে দেয় কবিতার দামে।
#হিবিজিবি_হাবিজাবি
অতীত কেনাবেচা
- মোঃ আহসানুল হক
১২ এপ্রিল, ২০২৪
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন