বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

পথের পথ

 কিছু রাত জ্যোৎস্না, কিছু নিকষ অন্ধকার 

মনের আকাশে হলুদ অসুখ,

কিছু দিন ঝুম বৃষ্টির, কোন দিন তপ্ত রোদের

আর বুকের ভেতর মেঘ মেঘ সুখ, 


কিছু অন্ধকার দিন, কিছু আলোকিত রাত 

কারও মনে সুখের মত ব্যথা 

কারও শুধুশুধুই মনখারাপ; 

রাস্তায় না নেমে পথ হেঁটেছে কে? 

মেঘের ঘ্রাণ নিতে রোদের গন্ধ মেখে; 


ঐ যে উড়ে চলেছে মেঘ

ঐ যে নেমেছে ঝুম বৃষ্টি 

ঐ যে রোদে ভিজছে একলা বন-চড়ুই

আর চাঁদের জ্যোৎস্নায় ভেজা অন্ধকার, 

তোর চোখের উঠোন ভরা অভিমান তেতে উঠিতেই ত্যাজ হারিয়েছে সূর্য 

আর সূর্যের অভিমানে মেঘের কান্না জমে বরফ ভেজা পথ ডাকছে আমায়

..............

..............


কতদূর হেটে গেলে দেখা মিলবে তোর? 

পথ কি জানে তোর ঠিকানা? 

.......

.......


আমি পথ খুঁজছি পথের পথে। 


#কবিতা 


পথের পথ 

 - মোঃ আহসানুল হক 


২৩ ডিসেম্বর,  ২০২৩ 

Albuquerque

New Mexico

USA

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন