সম্পর্কগুলো বড্ড অদ্ভুত
বিশেষ করে সাংসারিক সম্পর্ক গুলো,
এখানে চারিপাশের মানুষগুলো একদম কাছাকাছি থেকেও
একজন আরেকজন থেকে যোজন যোজন দূরত্বে
গা ঘেঁষে পাশাপাশি থাকলেই কি মনের কাছাকাছি থাকা যায়?
শরীর আর মনের অবস্থান যোজন যোজন দূরত্বে;
যে কোন একটা সংসারের কথাই ধর!
খালি চোখে দেখলে দেখা যায় কি সুন্দর একটা সংসার,
অথচ সংসারটার ভেতরে ঢুকলেই চোখে পড়ে সূক্ষ্ম সূক্ষ্ম কিছু ফাটল
সবাই এই ফাটলটাকে আড়াল করার চেষ্টায় রত
অথচ ফাটলের মাঝে ভাঙ্গন যত্রতত্র,
স্বামী স্ত্রী যুগ যুগ সংসার করছে পাশাপাশি
মুখে একে অপরকে ফেনা তুলে বলছে - ভালবাসি, ভালবাসি
কিছুদিন তাদের সাথে থাকো
কিছুদিন তাদের হয়ে থাকো
- খুব সহজেই চোখে পড়বে তাদের মধ্যকার দূরত্ব
দূরত্বের ফাটল ঘোচাতে পারে না ভালোবাসার আঠা;
ওই যে একান্নবর্তী সংসার টা দেখছ না!
বাবা মা ভাই বোন
ভাইয়ের বউ বোনের স্বামী
বাইরে থেকে মিলমিশে ভরা কি সুন্দর একান্নবর্তী!
- কিছুদিনের জন্য এ সংসারে একজন হয়ে যাও তুমি
একান্নবর্তীর পরতে পরতে ক্ষয়ে যাওয়া ইটের দেয়াল গুলো পীড়া দিচ্ছে কি?
ভাইয়ে ভাইয়ে সম্পত্তির লড়াই
ভাই বোনের স্বার্থের দ্বন্দ্ব
মা বাবা সন্তানের মাঝে দূরত্ব
আর হাড়ি-কুড়ি ঝনঝন - বউ শাশুড়ি
বাহ! কি সুন্দর একান্নবর্তী???
সম্পর্ক গুলো এমন কেন?
সম্পর্কের ভেতর সম্পর্কগুলো আসলে শুভঙ্করের ফাঁকি;
তবুও আমরা সম্পর্ককে ঘিরেই বাঁচি
আর সম্পর্ক গুলোর ভেতরের সম্পর্ক যাচি।
#কবিতা
সম্পর্ক ঘিরে বাঁচা
- মোঃ আহসানুল হক
২৫ জানুয়ারি, ২০২৪
নিউইয়র্ক
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন