শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

স্মৃতির কথকতা

 মানুষ শুধু কুঁড়িয়েই যায়

সেই জন্ম থেকে মৃত্যু অবধি,  

তবুও শেষমেশ আসলে হাতে থাকে না কিছুই 

থাকে শুধু স্মৃতির পাতায় গেঁথে যাওয়া স্মৃতিগুলো; 


থাকে কিছু মনমরা ঢলা রোদ কিছু তেজস্বী ঝলসানো দুপুর  

থাকে চাঁদ থাকে জ্যোৎস্না থাকে অমাবস্যা, 

থাকে বছরের তিনশত পঁয়ষট্টি দিনের মাঝে হাতেগোনা অল্প কিছু দিন

যখন তুই হেসেছিলি বালিকা, যখন তুই কেঁদেছিলি

যখন তুই ভালবেসেছিলি, যখন ছেড়ে গিয়েছিলি

যখন মনে প্রেম এসেছিলো আর জীবনটা তুইময় ছিলো,


থাকে কুঁড়িয়ে তোলা হাজার সম্পর্কের ভীরে অল্প কিছু সম্পর্ক

যারা ভালবেসেছিল, যারা দুঃখ দিয়েছিলো

যারা কিছু পাওয়ার আসায় কাছে এসেছিলো 

যারা স্বার্থের লোভে ছেড়ে গিয়েছিলো

যাদের জন্য হেসেছিলেম কখনো 

আর যাদের জন্য কাঁদতে হচ্ছে আজও,


ক্ষণস্থায়ী জীবনে কিছু দীর্ঘস্থায়ী অতীত  

স্মৃতির কোষে কোষে নেশার বিষের মত 

শরীরের ভেতর বাসা বাঁধে 

রোধ পোহায়

নিউরন কোষ কুঁড়ে কুঁড়ে খায়

বেড়ে উঠতে উঠতে একসময় যখন থেমে যায়

তারপর মন হামানদিস্তায় পিষে যায় স্মৃতিগুলো 

পিষে যায় মানুষগুলো, সম্পর্কগুলো

ভালোবাসা, হাসি-কান্না আর দুঃখগুলো 

তারপর বাতাসে উড়িয়ে দেয় সকল মৃতদেহ

মৃত মানুষ

মৃত সম্পর্কগুলো

মৃত অনুভূতির সকল অনুভব

তারপর সৎকার হয়ে যায় সকল দীর্ঘশ্বাসের;


ঐ তো ইতস্তত পড়ে আছি আমি 

স্মৃতিগুলো সব মেরে ফেলে,  


তোমরা শব বলে আমায় নিয়ে যাচ্ছ 

দেহটা সৎকারে। 



#হিবিজিবি_ভাবনা 

 

স্মৃতির কথকতা 

 - মোঃ আহসানুল হক 


১৪ ডিসেম্বর, ২০২৪ 





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন