কোন এক তপ্ত দুপুরে এক সবুজ পাখি
কোত্থেকে উড়ে এসে ক্লান্ত বসে এক বটের ডালে
ডালটা মাত্র পাতা ছাড়ছিল
সবুজ পাতা দেখে পাখিটার মন ভালো হয়ে গেলো
গাছে'রে সুধালো - আশ্রয় দেবে?
গাছ হেসে বলল - ডাল তো খালি পড়েই আছে
আমিও এখানে আছি একাই
তুমি থাকলে কথা বলার সঙ্গী হয় - থাকবে তো?
পাখি বলল - থাকবো
গাছ মুচকি হেসে বলল - কতদিন?
পাখি বলল - যতদিন ভালো লাগে
পাখি থেকে গেলো;
কোত্থেকে জানি একসময় পাখির সঙ্গিনী এলো
ওরা প্রেম করে, গাছ দেখে আর হাসে
ওরা ঘর বাঁধে গাছের ডালে
তারপর সংসার পাতে
একসময় ডিম দেয়, দিনের পর দিন ডিমে তা দেয়
বাচ্চা ফোটে, বাচ্চা বড় হয়
তারপর কোন একটা সময় পাখির বড্ড একঘেয়ে লাগে
গাছকে বলে মেঘ ডাকছে আমায়
ডাকছে আকাশ, এখানে আর ভালো লাগছে না
এবার উড়াল দেব
হয়তো সামনে আরও ভালো কিছু আছে;
গাছ মুচকি হেসে বলে - চলে যাবে?
পাখি বলে - যেতে হবে,
গাছ বলে - যাও তবে;
আবার যদি কখনো একলা হয়ে যাও
আবার যদি উড়তে উড়তে ক্লান্ত হয়ে যাও
আবার যদি কখনো এ পথ দিয়ে উড়ে যাওয়া হয়!
তবে একবার ফিরে এসো, দুদণ্ড আমার ডালে বসো
শুনবো তোমার উড়ে উড়ে ঘুরে বেড়ানোর গল্প,
পাখি বলল - আসবো কোন এক দিন হয়তো
গাছ হেসে বলল - এসো;
পাখি উড়ে চলল আকাশের পানে
নতুন ঠিকানায় সন্ধানে
গাছ কিছুক্ষণ মন খারাপ করে রইলো
তারপর আবার অপেক্ষার পালা - নতুন কোন পাখির জন্য,
পাখি আসে, পাখি যায়
কিছু পাখি ক্ষণিকের জন্য বসে, বটের ফলে ক্ষুধা নিবারণ করে
তারপর আবার উড়ে যায়
কখনো হয়তো অচিন কোন পাখি আসে
ডালে বসে আশ্রয় চায়, তারপর কিছু সময়ের জন্য বাসা বাঁধে
সংসার করে, বাচ্চা হয় - তারপর উড়ে যায় নতুন গন্তব্যে
ঠিক ঐ সবুজ পাখিটার মত;
সকলেই যাওয়ার আগে বলে যায় - হয়তো আবার আসব
কথা দিয়ে কথা না রাখা মানুষের অভ্যাস, পাখিদেরও?
গাছ ভাবে - হয়তো মানুষের সংস্পর্শে এসে পাখিরাও মানুষ হয়ে গেছে
কথা দেবার সময়ও ভাবে না, রাখতে হবে তাও জানে না।
#হিবিজিবি_হাবিজাবি
মানুষের মত পাখি
- মোঃ আহসানুল হক
১২ এপ্রিল, ২০২৪
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন