সন্তান জন্মে বাবা-মায়ে'র সকল অবদান
জন্মের পর তাদেরই লালন পালনে সন্তান
সন্তান পালনে বাবা-মা দিনরাত এক করে
বাবা-মা গাছতলায় থেকে সন্তান রাখে ঘরে;
মায়ের স্নেহে বাবার আদরে বেড়ে ওঠে সন্তান
বড় হয়ে উঠতে তাদের মন অন্য সুরে গায় গান
ডানা শক্ত হলেই স্বপ্ন-চোখে উড়াল দেবার সাধ
বাবা-মা তাদের উড়াল-ডানায় দিতে পারে না বাঁধ;
সন্তানদের জন্য দিনমান মায়ের অক্লান্ত পরিশ্রম
উদয়াস্ত মাথার ঘাম পায়ে ফেলে বাবার উপার্জন
সন্তান সন্ততি বাবা-মায়ের কাছে সবচেয়ে প্রিয়জন
অথচ সন্তানদেরই হাতে গড়া হাজারও বৃদ্ধাশ্রম;
একদিন তারাও বাবা-মা হবে, হবে তাদেরও সন্তান
ওরাও একদিন বাবা-মা হিসাবে রাখবে অবদান
একদিন ওদেরও পাঠিয়ে দেবে প্রিয় সব সন্তানে
তিলে তিলে তাদেরই হাতে গড়ে ওঠা বৃদ্ধাশ্রমে।
#হিবিজিবি_কথোপকথন
বাবা-মা, সন্তান আর কিছু কথা
- মোঃ আহসানুল হক
১১ জুন, ২০২৪
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন