বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

উত্তর

 তোমার চোখে কি?  

 - স্বপ্ন।  

তোমার ঠোঁটে কি?  

 - হাসি।  

তোমার মনে কি?  

 - একটু দাড়াও, আয়নাকে জিজ্ঞেস করি।  

আয়না কিছু বলল?  

তুমি কিছুক্ষণ চুপ করে থেকে, ছলছল চোখে ঠোঁট বাঁকিয়ে আমায় কান্না দেখিয়ে দিলে।  

সব উত্তর সবার জানতে হয় না।


#হিবিজিবি 


উত্তর

 - মোঃ আহসানুল হক 


০৯ ডিসেম্বর,  ২০২৩ 

বাহামা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন