বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

কাঁদছে আমার দেশ

 আমি জানি তুমি একটুও ভালো নেই, হে জন্মভূমি; 

কি করে ভালো থাকবে বল! 

মাত্রই না তোমার পুনর্জন্ম হলো? 

এর মাঝেই কত কিছুই না তোমাকে সইতে হলো! 

আমরা বুঝি, খুব ভালো করেই বুঝি 

কতটা দুঃখ কষ্ট আর দুর্দশার মধ্যে একটি দেশের পুনর্জন্ম হয় 

কত লাখো মানুষের চোখের জলে একটি দেশের জন্ম হয়; 


এর মধ্যেই আশেপাশের হায়েনার দলের তীব্র থাবার ভয় 

চারিদিক থেকে শকুনিরা লোলুপ দৃষ্টিতে চেয়ে রয় 

চারিদিকে সাপের দল ছোবল মারতে তক্কে তক্কে রয়

চেয়ে থাক শকুনিরা

চেয়ে থাক হায়নারা 

খুঁজুক সুযোগ সাপেরা

তোমার পাশে আছে মানব সন্তানেরা 

যারা তোমাকে নিয়ে গর্ব করে

যারা তোমাকে নিয়ে স্বপ্ন দেখে  

যারা তোমাকে নিঃস্বার্থ ভালবাসে; 


আজ তোমার বড়ই দুঃসময়, 

হায়নার থাবায় ওরা গেট খুলে দিয়েছে 

চেয়ে আছে শকুনির দল খুবলে খাবে  পানিতে ভেসে যাওয়া মৃত দেহগুলো 

ছোবল মারে তারা প্রতিটা অসতর্ক মুহূর্তে

আর পৈশাচিক আনন্দ ভোগ করে পশুত্বে, 

তুমি ভেবো না, হে জন্মভূমি 

তোমার দুর্দিনে তোমার বুকে একদল মানব সন্তান দাঁড়িয়ে আছে তোমার পাশে, 

অসময় কেটে যাবে একদিন নিশ্চয়ই 

আবার তুমি ঘুরে দাঁড়াবে 

আবার আমরা চিৎকার করে গলা ফাটিয়ে বলবো

 - এই তো আমার দেশ 

 - এই আমার সোনার বাংলাদেশ।  


#হিবিজিবি_মনের_হাবিজাবি_কথা 



কাঁদছে আমার দেশ 

 - মোঃ আহসানুল হক


২২ শে অগাস্ট, ২০২৪


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন