দিন ফুরিয়ে যায় সন্ধ্যা নামার কালে
সময় ফুরোঁয় চোখের পলকে
গতকাল কখনোই আর ফিরবে না
অতীত হয়ে যাবে আজ সময় গড়ালে;
ঐ তো সকাল বেলায় আকাশটা মেঘাচ্ছন্ন ছিলো
বাতাসে হিমের আঁচর কেটে বসছিলো গালে
এখন পাখির ডানায় রোদ্দুর চকচকে নীলাকাশ
আর কিছু স্মৃতির গন্ধ বয়ে যাওয়া ঝর্ণার অবিরাম জলে;
ওখানে কিছু পাখি উড়ছে আর জলে ভাঙনের শব্দ
আমার ডানা নেই, ওড়ার শখে জব্দ
একবার ডানা পেলে উড়ে যেতাম সুদূর অতীতে
পুরনো কিছু ভুলগুলো নতুন করে শুধরে নিতে;
মানুষ যতই স্মৃতিতে কাতর ততই স্মৃতি মনের ভেতর
বারবার পিছু তাকানো আর অতীতে ফেরার ইচ্ছা
বহমান সময় আর বহমান ঝর্ণা পেছন ফেরে না
আমি একদিন ঠিক ঝর্ণা হব সময় স্মৃতির ভেতর।
#কবিতা
পিছু ফেরার ইচ্ছা
- মোঃ আহসানুল হক
২২ জানুয়ারি, ২০২৪
নিউইয়র্ক
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন