বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

এই বেশ ভালো আছি

 আমি কেন যেন একটু অন্যরকম, 

সবাই কাওকে না কাওকে ভালোবাসে

অথচ আমি ভালোবাসা বুঝি না

আমি ভালোবাসতে জানি না, 

 - তবুও কিছু একটা অনুভব বুকের ভেতর 

    কোথায় যেন আঁচর কাটে 

সম্ভবত লোকে একে মায়া বলো

তোমরা ভালোবাসো, আমি মায়া করি; 


যখন রোদ দুপুরে ঘরটা ভরে থাকে 

আমি রাত্রি দেখি জ্যোৎস্না চোখে 

যখন ছাদের ওপর বৃষ্টির টাপুর টুপুর নদী

আমি রংধনু খুঁজি চাদের টর্চ জ্বেলে 

সবুজ ভেলভেটে নীল-দাঁড়ি সুঁইচোরা একা

আমারই মত সূর্য দেখে বন্ধ চোখে, 

চোখে বন্ধ্যাত্ব এলে তবেই না কান্নার খরা 

ভালোবাসার বন্ধ্যাত্ব কেউ কেউ ঢাকে মায়া দিয়ে

মানুষ পাষাণ উপাধি দেয় নির্মম ডাকে, 

প্রিয়জনরা বলে উল্টা-মানুষ আদর করে

পাগল ডাকলে যে রেখে আসতে হয় হেমায়েতপুরে! 


মানুষ ভালোবাসা ভালোবাসে, পাষাণ নয়

মানুষ মানুষকে কাছে টানে, পাগল নয় 

আমি এই বেশ ভালো আছি, মানুষ থেকে দূরে 

তোমাদের ভাষায় পাগল হয়ে, তোমাদের থেকে  সরে; 


আমি তোমাদের মত মানুষ হতে চাই না 

আমি তোমাদের মত ভালোবাসতে চাই না

মানুষ হওয়ার চেষ্টায় যদি আমার মায়াটাই হারিয়ে যায়! 

আমি বাঁচব কি নিয়ে?  


#হিবিজিবি_হিবিবিজি 


এই বেশ ভালো আছি 

 - মোঃ আহসানুল হক 


২৪ মার্চ , ২০২৪

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন