ছেলেটা বলতে চেয়েছিলো কিছু কথা
বলতে চেয়েছিলো তার কিছু মৌলিক চাহিদার কথা
হয়তো অধিকারের সুরে
তাই হয়তো একটু চিৎকার করে
তাতে কি হলো জানো?
ওর চারিদিকে যারা ছিলো তারাও শুনতে পেলো
শোনার পর তাদের মনেও আসলো
- আরে! এ তো আমাদেরও মনের কথা
তারাও গলা মেলালো ছেলেটার সুরে;
অনেক জন যখন চিৎকার করে গলা মেলায়
কি হয় জানো?
- একটা অনুরণন তৈরি হয়
- অনুরণনগুলো একসাথে হয়ে একটা স্লোগানের সৃষ্টি হয়
স্লোগান সৃষ্টি হলে কি হয় জানো?
- কিছু মানুষের ভেতরে ভীতির জন্ম নেয়
ভীতি থেকে কি হয় জানো?
- স্লোগানগুলোর গলা চেপে ধরে
- স্লোগানগুলোর গলা চেপে ধরতে গিয়ে বিবেক হারিয়ে ফেলে
- বিবেকহীন মানুষরা যে কি করতে পারে তা তোমরা দেখছ
তাই না?
ছেলেগুলো কেন যে তাদের চাহিদার কথা বলতে গেলো?
কি লাভ হলো?
ঐ যে দেখছ সারি সারি লাশ!
- বাংলাদেশের পতাকায় মোড়া
কখনো প্রশ্ন এসেছে মনে!
- এদের কেন পতাকায় মোড়া হলো?
লাল সবুজের পতাকায়?
এরা সবুজ শ্যামল দেশে বুকের রক্ত ঝরিয়ে লাল করে দিয়েছিলো
তাই তো আপামর দেশের মানুষ এদের ভালোবেসে
কাফনের জায়গায় লাল সবুজে মুড়ে দিলো;
এরা আর কথা বলবে না কখনো
বলবে না তাদের চাহিদার কথা
বলবে না অধিকারে কথা অধিকারের সুরে
তবে কোটি প্রাণের মাঝে এরা বেঁচে থাকবে চিরকাল
- শহীদের মর্যাদায়
- অত্যাচারীর গুলিতে নিহত হয়ে এরা শহীদ হয়ে গেলো;
আর কোটি মানুষের মনে জাগিয়ে দিয়ে গেলো -
বলো
তোমরাও বলো
চাহিদার কথা বলো
অধিকারের কথা বলো
চিৎকার করে অনুরণন তোলো
হোক না স্লোগান!
শহীদের লিস্ট বড় হতে হতে না হয়
একসময় পুরো দেশটাই শহীদ হয়ে যাবে!
#হিবিজিবি_মনের_হাবিজাবি_কথা
চিৎকার
- মোঃ আহসানুল হক
২৮ জুলাই, ২০২৪
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন