অতীত থেকে চলতে চলতে
চলে এসেছি বর্তমানে
হেঁটে চলেছি ভবিষ্যতের পানে
চোখ বুজতেই চোখের পলকে
সময় গাড়ি আলোর বেগে;
এইতো কিছুক্ষণ আগে চোখ খুলতেই সকাল হয়েছিল
সকালে সকালটা ছিল বর্তমান
কিভাবে যেন চোখের নিমিষে দিনটা চলে গেল
এখন রাতের প্রথম প্রহর, রাতটা এখন বর্তমান
আর সকাল হয়ে গেছে অতীত,
রাতটা চোখে ঘুম নামিয়ে নিয়ে আসবে
আর ঘুম ভাঙতেই সকাল
এই সকালটা ভবিষ্যৎ
এই সকাল আর ওই সকালের মধ্যে পার্থক্য কতটুকু?
পলক ফেলার আগেই সময়গুলো গড়িয়ে যাচ্ছে
বর্তমান ঢুকে যাচ্ছে অতীতের গহ্বরে
ভবিষ্যৎ টেনে নিচ্ছে বর্তমানকে,
কালের ভেতরেও কি কাল থাকে?
সময়ের দৌড়ে কে কবে জয়ী হতে পেরেছে?
জীবনের আয়নায় পেছনে তাকালেই
একে একে চোখে ভেসে ওঠে বাল্যকাল, কৈশোর আর যৌবন
আজ প্রৌঢ়ত্বের দ্বারপ্রান্তে এসে মনে হয় এই তো সেদিনের কথা
সময়ের গহ্বরে ওগুলো যেন শুধুই স্মৃতি
মাঝে মাঝে মনে হয় সময় যেন কোথায় টেনে নিয়ে যাচ্ছে!
তবে কি জীবনের হাত ধরে মৃত্যুর দিকে?
আচ্ছা!
মৃত্যুটা কি?
অতীত, বর্তমান না ভবিষ্যৎ?
#হিবিজিবি_হাবিজাবি
কালের ভেতরের কাল
- মোঃ আহসানুল হক
২০ নভেম্বর ২০২৪
চুপি, পূর্বস্থলী
ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন