আমরা এমন একটা দেশে বাস করি
যেখানে সব কেনাবেচা হয়
সোজা পথে না কিন্তু!
টেবিলের তলায় হাত পেতে
টেবিলের তলা বলতে কি বুঝায়?
নিশ্চয়ই বোঝাতে হবে না তোমাদের
না বুঝলে এ হিবিজিবি পড়তেই এসো না;
একটা সময় পণ্য কেনাবেচা হতো
এখন হট-কেক মানুষ
হ্যাঁ, ঠিকই শুনছো
- আজকাল মানুষ কেনাবেচা হচ্ছে দেদারসে
আর কেনাবেচা হচ্ছে লাশ;
কারা টেবিলের তলায় হাত পেতে বিক্রি করছে জানো?
ঐ যে সব জান্তার দল
যারা শত শত হাজারে হাজারে মানুষ ধরে নিয়ে এসেছে
যারা কাতারে কাতারে মানুষ'কে লাশে পরিণত করেছে
হ্যাঁ, যা বুঝছো - সেটাই
তারা বিক্রি করছে দেদার দামে;
ক্রেতা কারা জানো?
ঐ যে মানুষ নামের যে পণ্যগুলো বিক্রি হচ্ছে তাদের বাবা-মা
আত্মীয়-স্বজন, ভাই-বোন, বন্ধু-বান্ধব নামের কিছু অসহায় মানুষ
জীবিত পণ্যগুলো বিক্রি হচ্ছে দেদার দামে?
কত?
আরে নাহ! কেজি হিসাবে না
বিক্রেতারা দাম হাঁকায় বাবা-মায়ের আর্থিক অবস্থান জেনে,
লাশগুলোও বিক্রি হচ্ছে কিন্তু, হয়তো কিছুটা অল্প দামে
এগুলোর কোন বিক্রয় রশিদ দেয়া হয় না
সরকারে কোষাগারে ট্যাক্স ভ্যাটেরও কোন বালাই নাই
তবুও বাবা-মা নামের ক্রেতারা কিনছে দেদারসে;
আরেক ধরণের পণ্য বিক্রি হচ্ছে
সেটা না জীবিত না মৃত
সেটা হচ্ছে গুম
গুম হওয়া পণ্যগুলোর বাবা-মা অস্থির হয়ে সন্তান নামক পণ্য খুঁজছে
তার সুবিধা নিচ্ছে আপামর অসাধু বিক্রেতার দল
শুধুমাত্র খবরের দাম আসল পণ্য থেকে অনেক অনেক গুণ বেশি
খবরটা কি জানো?
পণ্যটা কি জীবিত না মৃত,
মৃত হলে তবুও দাম দিয়ে কিছুটা হলেও মনের শান্তি
- আসল খবর তো পাওয়া গেলো!
তবে লাশ পাওয়া যায় না এসকল পণ্যের - যত মূল্যই দিতে চাও
আর জীবিত পণ্যের খবরের দাম অনেক গুণ বেশি
তারপর দরদাম চলে জীবিত পণ্য উদ্ধারে
দাম শুরু হয় কোটি থেকে
যে দেশের পিয়নের চারশো কোটি টাকার লিগ্যাল সম্পদ
সে দেশে কোটির নিচে আর দাম হাঁকা যায়!
তবে শেষ পর্যন্ত যেটুকু খবর পেলাম
- জীবিত পণ্য কোটি টাকাতেও উদ্ধার করা যায় নি একটিও
এ পণ্যের ব্যবসাকে ধোঁকাবাজি ছাড়া আর কি বলব!!!
আমরাই পৃথিবীর বাইরে একমাত্র দেশ
যেখানে পণ্য হলো মানুষ
ক্রেতারা মানুষ
বিক্রেতারা কি?
- বড্ড জানতে ইচ্ছে করে।
#হিবিজিবি_মনের_হাবিজাবি_কথা
পণ্য
- মোঃ আহসানুল হক
২৮ জুলাই, ২০২৪
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন