প্রত্যেকেরই নিজস্ব দুটি ভুবন থাকে,
একটা সত্যিকারের পারিপার্শ্বিক ভুবন
আরেকটা তার কল্পনার ভুবন
মানুষ এ দুটো ভুবনকে ঘিরে বাঁচে
কখনো সত্যিকারের বেঁচে থাকা আর কখনো কল্পনায়;
আমার কাছে ভুবন মানে শুধুমাত্র পাহাড় জঙ্গল সমুদ্র আর আকাশ নয়,
আমার কাছে ভুবন মানে চারিপাশের মানুষ, পশুপাখি আর প্রকৃতি
আমি প্রকৃতির সৌন্দর্যের মাঝেও তার রুক্ষতা দেখি
জীবনের আনন্দগুলোর মাঝেও দেখি দুঃখ কষ্ট
জীবনের ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড় ঝঞ্ঝা
আর জোয়ার ভাটা
দেখি মানুষ আর যাচি মানুষের মাঝের সম্পর্ক গুলোকে
সম্পর্কের কদর্যতায় আজকাল আর বিহ্বল হই না
ওগুলো স্বার্থসংশ্লিষ্ট
সৌন্দর্যের পাশাপাশি ওগুলোও জীবনে বর্তমান,
ওগুলো সত্যিকারের পারিপার্শ্বিক ভুবনের অন্তর্ভুক্ত;
আমি যখন একা থাকি!
আমি চাঁদ দেখি, সূর্য দেখি
দিনের নীল আর রাতের কালো আকাশ দুটোই দেখি
আমি সমুদ্রের নীল দেখি, দেখি সফেদ ফেনা
আমি মেঘ দেখি, বৃষ্টিতে ভিজি
সত্যিকারের ভুবনের কদর্যতাগুলোকে বন্ধ মনের চিলেকোঠার
কোন এক অন্ধকার কোনায় বন্দী করে
উপভোগ করি চারিপাশের সৌন্দর্য;
আমি জঙ্গল দেখি, দেখি জঙ্গলের সবুজ
দেখি বন জঙ্গলে বেঁচে থাকা পশুদের নিশ্চিন্ত চলাফেরা
দুচোখ ভরে দেখি পাখিদের উড়ে যাওয়া
কান পেতে শুনি পাখপাখালির সুমধুর গান;
আর আমার দুই ভুবনেরই ভুবন-জোড়া একটিমাত্র তুই,
ভালোবাসা যার নাম।
#কবিতা
ভুবন
- মোঃ আহসানুল হক
26 December, 2023
Antelope Canyon
Arizona
USA
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন