বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

সংগ্রহ

 কতরকম শখই না মানুষের আছে  

এর মাঝে সংগ্রহে বিভিন্ন রকম জিনিস রাখা একটি শখ

সখ করে নানা জিনিষ  সংগ্রহ করে তারপর শোকেসে সাজিয়ে রাখে থরে থরে, 

কেউ মুদ্রা সংগ্রহে রাখে কেউ রাখে পুরনো স্ট্যাম্প

কেউ পুরনো গানের রেকর্ড 

কারও বা বইয়ের সংগ্রহ 

আমি ছোটবেলা সংগ্রহে রাখতাম লাল নীল সবুজ হলুদ নানা রঙের মার্বেল

তারপর সংগ্রহ করা শুরু করলাম বিভিন্ন ব্র্যান্ডের সিগারেটের প্যাকেট 

আরেকটু বড় হয়ে কৈশোরে এসে স্ট্যাম্প, তারপর বই

যৌবনে এসে সংগ্রহ ভাণ্ডার সমৃদ্ধ হতে থাকলো টুকরো টুকরো নানা দুঃখ বেদনায় 

বেশিরভাগ খুব কাছের নিজের মানুষের দেয়া,  

ওগুলো বেশিরভাগই স্বার্থসংশ্লিষ্ট  

তারপর থেকে ক্রমাগত কষ্ট আর বেদনার ইতিহাস

সাপের মত পেঁচিয়ে ধরে রেখেছে স্মৃতিগুলো; 

আজকাল আর কিছুই জমাই না  

আয়নায় তাকালেই দেখি বয়সের ভারে ন্যুয়ে থাকা আমি 

আর পেছনে একরাশ লম্বা দুঃখ বেদনার দীর্ঘশ্বাস, 

কি নিদারুণ সংগ্রহই না আমার! 


#হিবিজিবি_দীর্ঘশ্বাস 


সংগ্রহ 

 -মোঃ আহসানুল হক 


০৫ ডিসেম্বর ২০২8

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন