বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

জীবনের কিছু গল্প

 জারের কালে বড্ড ঠাণ্ডা

চুমুর ভ্যাসলিন এর অভাবে ঠোঁট ফাইট্টা কাঠ,

শীতের চোটে পাতা ঝরতাছে গাছের থন 

তোর বুকের মইধ্যে হলুদ পাতার মাঠ,

অপেক্ষায় বইয়া চাইয়া রইছি 

সোনালী রইদে সবুজ পাতার বিছানা সাজবো 

আর নীল আকাশে সফেদ সাদা মেঘের সাজ 

গরমে চেইত্তা রোইদ টকটইক্কা লাল হইলেই 

তোর ঠোঁট ফাইট্টা টপ টপ কমলার রসে রঙিন 

জারের কালে আমার ফাটা ঠোঁটের কমলা স্বাদের ভ্যাসলিন; 


আইচ্ছা! কত কাল দ্যাহা হয় নাই আমগো

কইতে পারস? 

তোর বুকের মইধ্যে পদ্ম ফুটে

আমার পিঠে বয় শ্যাওলা পুকুর 

তোর ঐখানে যখন সুখের নিদের স্বপ্ন রাইত 

আমার চউক্ষে নিকষ কালা আন্ধার দুপুর; 

বুকের বিথারে কেমুন জানি চিন চিন চিন চিন ব্যথার গান 

আর পাতা ঝরা নীরব জঙ্গলের ডাইলে ডাইলে ঘষা খাইতাছে সুনসান নীরবতার মৌন বিষাদ

আমি কুয়াশার মন খারাপে ছাইয়া যাওয়া ধূসর আসমানের দিকে চাইয়া দেখি

টপ টপ টপ টপ কইরা তোর চক্ষু থাইক্কা আমগো পুরাইনা স্মৃতিগুলার কান্নার নীল বৃষ্টি নামছে; 


তোর আর আমার কিছু পুরাইনা গল্প  

কিছু পুরাইনা গল্পের স্মৃতি 

কিছু স্মৃতির বিস্মৃতি 

কিছু ভুইলা যাওয়া দিন 

কিছু মনে পড়া রাত 

কিছু পাওয়া কিছু না পাওয়া 

আর জীবনের ঘাত প্রতিঘাত; 

কিছু উনিশ, কিছু বিশ

কিছু হাসি, কিছু কান্না 

কিছু সুখ, কিছু দুঃখ 

কারও বেশি পাওয়া কারো অল্প 

সবার জীবনের একই রকম কিছু কবিতা কিংবা গল্প। 


# কবিতা 


জীবনের কিছু গল্প

 - মোঃ আহসানুল হক 


১৮ ডিসেম্বর,  ২০২৩ 

মাউন্ট ডোরা, অর্লান্ডো 

ফ্লোরিডা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন