দুহাজার চব্বিশ সালের জুলাই
উঠলো এক স্বৈরাচারী হাত
হাজার প্রাণ কেড়ে নিলো তারা
আর জনগণের নির্ঘুম রাত;
একটা চাকরির অভিপ্রায়ে কিছু
ছাত্র-ছাত্রী একটা দাবি তুলেছিলো
বিনিময়ে নেমে এসেছিলো তপ্ত বুলেট
জীবনটা শীশার আগায় ঝুলেছিলো;
এত বড় কথা! অধিকার বলিস
তোরা সব এখনো রাজাকার
বলেছিলো সেদিন গলা উঁচিয়ে
জানো না কে? -ঐ স্বৈরাচার;
গলা তুললি কেন? অধিকার চেয়ে
পরাধীনতার এই দেশে
মৃত্যুর মিছিল লম্বা হলো বড্ড
সারি সারি শহীদের বেশে;
পরাধীন দেশে দেখতে হয় না
চোখেতে কোন রঙিন স্বপন
দেখতে গিয়ে দেখলি না কি হলো?
মৃত্যুটা হলো বিনিময়ে আপন;
গুলি চলে মাটিতে আর আকাশ পথে
সরকারি সব বন্দুক থেকে
মুছে দেবে তারা অধিকারে নাম
একেবারে ঝেঁটিয়ে এদেশ থেকে;
লাখো মানুষের কান্না চোখ
পানি ঝরে আজ অবিরত
মৃত্যুর মিছিল বড় হতে থাকে
গুলি চালাতে ওরা থাকে যত;
মরে পড়ে থাকে ঘরের শিশু
জানালায় দিয়ে একটু উঁকি
জানবে না কখনো কেন মরেছে
জীবন দিয়েছে কেন তাকে ফাঁকি;
বাদ যায় না ছাদের শিশুটাও
খেলছিলো ঝাঁকড়া চুল নেড়ে
আকাশ পথে হেলিকপ্টার থেকে
গুলি এসে জীবন নিলো কেড়ে;
পথঘাটে থেকে হাজার হাজার
উঠিয়েছে তারা ছাত্রের দল
বাদ যায় নি শিশুটা পর্যন্ত
রিমান্ড হয় কি? শিশুর বল;
আমার বাড়ির একটা শিশু
কাটাচ্ছে রাত অন্ধকার জেলে
তোমার বাড়ির কেউ কি আছে?
স্বৈরাচারীর গরাদ সেলে;
তবে জানবে না কি দুঃখে বলি
বাবা-মায়ের আজ প্রাণ ফাটে
আছাড়ে বিছাড়ে মা কাঁধে ঘরে
বাবা ফিরে আদালতে ঘাটে ঘাটে;
মানুষ আমরা তখনই মানুষ
মনুষ্যত্ব যখন থাকে বুকে
বিবেক তাঁদের মরে গেছে কবে
কোন কি পাপে ধুঁকে ধুঁকে;
ভুলে গেছে তারা মরতে হবে
তবুও কাঁপে না একটু বুক
কি জবাব দেবে হাশরের মাঠে
দেখাবে কিভাবে ঐ খুনি মুখ।
#হিবিজিবি_মনের_হাবিজাবি_কথা
বাবা-মায়ের খালি বুক
- মোঃ আহসানুল হক
০১ অগাস্ট, ২০২৪
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন