রাত গভীর হতেই স্মৃতির কামড়
আর নির্বাসনে ঘুম;
পেছনের কিছু নষ্ট জীবন পাণ্ডুলিপি
ওগুলো অন্ধকার, রাতের কালোর মত
রাত হতেই কালোতে কালোর স্মৃতি
অনুশোচনার আগুন যতই পোড়াক
কালো ঢাকা দিয়ে রাখি অন্ধকারে
নির্ঘুম চোখ কাঁদে ঘুমে;
ভুলের খেসারত বিবেকের কাছে
নির্ঘুম রাত আর কালো স্মৃতিগুলোর যুদ্ধ
অনুশোচনায় জাগ্রত বিবেক
কেউ বিবেক চাপা দিয়ে নিশ্চিন্তে ঘুমায়
কারও বিবেক চড়ে বসে বালিশে
ঘুম আর নির্ঘুম চোখের যুদ্ধ চলে;
বিবেককে ঘুম পারিয়ে রাখতে পারলে কি ভালোই না হতো!
অন্তত চোখ ঘুমাতো নিশ্চিন্ত ঘুমে।
#কবিতা
জেগে থাকে চোখ ঘুমে
- মোঃ আহসানুল হক
২২ জানুয়ারি, ২০২৪
নিউইয়র্ক
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন