বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

আয়নার জবাব

 শোন! ঐদিন আমাদের মহল্লা থেকে ২ জন ছাত্র'কে ধরে নিয়ে গিয়েছে

 - হুম! আমি ঘুম 

জানো! কালকে পাশের বাসার ছেলেটাকে ধরে নিয়ে গিয়েছে

 - হুম! আমি ঘুম

এই শুনছো! আজ তোমার ভাতিজাকে ওরা তুলে নিয়ে গিয়েছে

 - কি!!!!! লাফিয়ে উঠলাম বিছানা থেকে 

সাথে তোমার ছেলেও ছিলো

 - আমি খালি পায়ে দৌড়ে পুলিশ স্টেশনে;


আমাদের চরিত্র আসলে এমনই

যতক্ষণ নিজের ওপর না এসে পড়বে ততক্ষণ আমরা ঘুমিয়েই থাকি 

আমাদের চেতনার উদয় হয় নিজ পরিবারের ওপর মুসিবত এসে পড়লেই

 - তাই না?

কেন পাশের বাড়ির ছেলেটা আমার ছেলের খেলার সাথী ছিলো না?

কিংবা মহল্লার ছেলেগুলো?

আমার ছেলে কিংবা মহল্লার অন্য কোন ভাই এর ছেলে

যখন ওরা তুলে নিয়ে যাচ্ছিলো! 

 - ওরা ডেকেছিলো, ডেকেছিলো সাহায্যের জন্য

অথচ আমি তো ছিলাম ঘুমে কিংবা ঘুমের ভানে, 

এখন এত তাড়া কেন আমার?


মানুষের দিকে আঙুল তোলার আগে 

নিজেকে জিজ্ঞেস করে দেখুন তো আয়নায়!


উত্তর পেতে দেরি হবে না - যদি মানুষ হয়ে থাকেন

আর যদি ওদের মত বালিতে মুখ গুঁজে আয়নাকে প্রশ্ন করেন

তা হলে আয়নার কি দায় পড়েছে আপনার সাথে কথা বলতে?

আয়না কথা বলে শুধুমাত্র মানুষের সাথে।


#হিবিজিবি_কথামালা


আয়নার জবাব 

 - মোঃ আহসানুল হক 


০৩ অগাস্ট, ২০২৪ 


   


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন