বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

স্বপ্ন-সিঁড়ির অজানা ধাপ

 মানুষের চাহিদার শেষ নেই 

বিশেষ করে টাকার চাহিদা, চাহিদা সম্পদের

মানুষ প্রতিনিয়ত স্বপ্ন দেখে ধনী হওয়ার  

চাহিদা অনেক অনেক বড়লোক হওয়ার;


হাজার-পতি স্বপ্ন দেখে লাখপতি হওয়ার 

লাখপতির স্বপ্ন কোটিপতি হওয়া  

মিলিওনিয়ারের স্বপ্ন বিলিয়নিয়ার 

বিলিয়নিয়ার এর স্বপ্ন ট্রিলিয়নিয়ার 

স্বপ্নের পারদ চড়তেই থাকে স্বপ্নের সিঁড়ি বেয়ে 

কতটা টাকা অর্জনে যে ধনী হওয়া যাবে তার পরিমাপ কে জানে?

চাহিদার পেছনে ছুটন্ত মানুষগুলোর ধনী আর হওয়া হয় না;


মানুষ ক্রমাগত স্বপ্ন দেখে ওপরে ওঠার 

অথচ কতটুকু উঠতে হবে তা কারও জানা নেই

জানা নেই কোথায় থামতে হবে 

অথচ ক্রমাগত সিঁড়ির ধাপ বাইতে থাকে 

আকাশ ছোঁয়া স্বপ্ন সিঁড়ি

সিঁড়ির শেষটা কারোরই দৃষ্টিগোচরে আসে না   

অথচ সিঁড়ি বাইতেই থাকে কি এক অজানা লোভের ডাকে  

সিঁড়ি বাইতে বাইতেই হাজার-পতি থেকে ট্রিলিয়নিয়ারের ঠাই হয় 

অন্ধকার ছোট্ট সাড়ে তিন হাত মাটির ঘরে; 


ধনী হওয়ার অসম প্রতিযোগিতায় ধনী আর হওয়া হয় না মানুষের 

আমাদের কালক্ষেপণ সম্পদের পেছনে, স্বপ্ন-সিঁড়ির অজানা ধাপে 

অথচ মৃত্যুর পরের জীবনটা কেউ দেখতে পেলে 

মানুষের স্বপ্নগুলো হয়তো অন্যকিছু হতো,

হতো কি?


লোভ রিপু কি অন্যকিছু হতে দিতো?


#হিবিজিবি 


স্বপ্ন-সিঁড়ির অজানা ধাপ

 - মোঃ আহসানুল হক 


২১ মার্চ, ২০২৪

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন