রাতের ভাঁজে রাত ঘুমায়
জেগে থাকে অন্ধকার
অন্ধকার দর্পণে নিজেকে খুঁজে না পেলে
তাকিয়ে থেকে ঘুম খুঁজি রাতের তারায়
আমি রাত্রি হয়ে গেছি কবেই
নিজের অজান্তে
ঘুম বিদায় দিয়েছি চোখে
জ্যোৎস্নার পেছনে, 'তুই' বিহনে;
আজকাল রাতের সাথে অন্ধকারের মিতালি
আর চোখের সাথে ঘুমের আড়ি
স্বপ্ন বসে নি চোখে সেও বহুদিন
রাতের কোলে রাত ঘুমলেও
চোখের কোলে জাগে অন্ধকার
আর জেগে থাকে
'তুই' নামের এক স্বপ্ন;
এখানে রাত গভীর
ঘন জংগলে গাছের ফাঁক দিয়ে ইতিউতি তারার উঁকি
কোথায় যেন এক হাহাকার জাগানিয়া বাঁশী
বেজে যাচ্ছে একঘেয়ে করুণ কান্নায়
আমি গভীর মনোযোগে রাত দেখছি,
দেখছি অন্ধকার
আর মন খুলে খুলে দেখছি 'তুই' নামের
এক নির্ঘুম স্বপ্ন;
কোন একদিন নিশ্চয়ই 'তুই এসে বসবি আমার দুচোখে
- স্বপ্ন হয়ে
আর আমি নিশ্চিন্ত ঘুমে তলিয়ে যাব - তোকে নিয়ে।
#কবিতা
'তুই' ঘুম
- মোঃ আহসানুল হক
১৩ ডিসেম্বর, ২০২৩
ফ্লোরিডা
USA
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন