নদীর ধারে সবুজ ঘাসের প্রান্তর
যতদূর চোখ যায় ধানের মাঠ
বাতাসে ঢেউ ওঠে অবুঝ সবুজে
প্রশান্তির দোলায় মনে প্রকৃতির প্রেম;
পাহাড়ের কোল ঘেঁষে ভিজে মাটির গান
ঝর্ণায় বয়ে চলে সুরের তাল লয় ছন্দ
অরণ্যের বুক চেরা পাখিদের ডাকে
মনে জীবনানন্দের কবিতায় গান;
সবুজের এপার-ওপার সীমানা ছাড়ানো
গভীর বনে বসে একা ভাবি নির্জনে
রঙের এমন খেলা কোথায় যেন দেখেছি
এক স্বপ্ন-মাঠে ঘাসের বিছানায় শুয়ে;
ঘন বনে হাঁটতে হাঁটতে সবুজের স্বপ্নে
আমিও হারাই অবুঝ সবুজের সাথে
প্রকৃতির বুকে মিশে যেতে যেতে
স্বপ্ন-ভঙ্গ গ্রিন-ম্যাগপাই এর ডাকে;
নীলের সাথে সবুজ মেশানো অদ্ভুত পাখি
আলোর সাথে অন্ধকার মেশানো বন
আনন্দের সাথে কত কত দুঃখ মেশানো
নানা রকম মানুষের নানা রঙের মন।
#হিবিজিবি_রাত্রি_হিবিজিবি_মন
নানা রকম মানুষের নানা রঙের মন
- মোঃ আহসানুল হক
০২ জুন, ২০২৪
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন