বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

ভাবনার দোলা

 ট্রেনে উঠলেই মন কু ঝিক

রেলের পাতে রেলের চাকা ঝম ঝম ঝম ঝম __

মনে মাদল বাজে ছম ছম ছম ছম; 


আজকাল ঠিক বুঝতে পারি না খুশির মাদল বাজে না দুঃখের 

কাজের মাদল বাজে না অকাজের 

বোঝা আর না বোঝার কারণ তো আছেই.....  

 - আগে পায়ে সর্ষে নিয়ে ঘুরে বেড়াতাম কাজে

আজকাল ঘুরে বেড়াই অকাজে,

ঘুরে বেড়ানোটা মনে হয় অভ্যাসে পরিণত হয়ে গেছে 

 - কাজে কিংবা অকাজে, সেই ছোটবেলা থেকে; 


একদিন হয়তো ঘুরতে ঘুরতেই উধাও হয়ে যাব 

 - হয়তো সমান্তরাল অসীম রেলের পাতে 

   নয়তো বাসের চাকায় পিচ ঢালা পথে 

   কিংবা প্লেনে করে হারিয়ে যাব সুদূর আকাশের গায়ে

   আর নয়তো নদীপথে লঞ্চে কিংবা জাহাজে ঘুরতে ঘুরতে ডুবে যাব অথৈ পানি নিচে, 

একদিন না একদিন তো চলে যেতেই হয় সবাইকে 

ঘোরার নেশা যার রক্তে সে আর অত কিছু কি ভাবে? 

তার চেয়ে এই বেশ ভালো 

 - সমান্তরাল রেলের পাতে কু ঝিক ঝিক 

ছুটছে রেলের চাকা 

ছুটছে মন 

ছুটছি আমি 

ফিরে আসা আর না আসার ভাবনায় দুলতে দুলতে। 


#কবিতা 


ভাবনার দোলা 

 - মোঃ আহসানুল হক 


১৫ ফেব্রুয়ারি, ২০২৪

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন