আমি কে?
কোথা থেকে এসেছি?
কোথায় যাচ্ছি?
কি করছি?
কেন করছি?
ইত্যাদি ইত্যাদি কত প্রশ্নই ঘুণপোকার মত মাথার ভেতর কামড়ে বেড়ায়,
কোনটার উত্তরই জানা নেই আমার
এখানে ওখানে জবাব খুঁজে বেড়াই;
আকাশ বেশিরভাগ সময় চুপ হয়ে থাকে
বারবার অনুনয়ে জিজ্ঞেস করলে বৃষ্টি হয়ে ঝরে
কঠিন করে জিজ্ঞেস করলে রাগ দেখায় মেঘের গর্জনে,
চুপ হয়ে থাকে বাতাস লজ্জিত হয়ে
অনুনয় করলে জোরে বাতাস বয়
ধমকে জিজ্ঞেস করলেই রেগে গিয়ে ঝড়ো হাওয়া,
আমার উত্তর জানা হয় না;
আমি ইতিউতি কত জায়গায় উত্তরের তালাশে যাই
কতবার যে প্রশ্নগুলোতে নিজেই হারাই
নিজেকে খুঁজতে খুঁজতে কতবার যে আয়নার মানুষটা'তে ধোঁকা খাই
প্রশ্নের পড়তে প্রশ্ন জমতেই থাকে
উত্তর মেলে না;
আচ্ছা! আয়নার ঐ মানুষটা কি সত্য?
নাকি সেও চোখের ধোঁকা?
কত বিভ্রমই না তৈরি হয় মস্তিষ্কে!
প্রশ্নের পর প্রশ্নগুলো ঘুরপাক খেতে থাকে আর নিউরন কোষে প্রশ্ন-বিভ্রাট
উত্তর কে জানে?
প্রশ্নগুলোর চাপে প্রশ্নবিদ্ধ কেটে যায় আমাদের দিনরাত্রি,
উত্তরগুলো নিশ্চুপ লুকিয়ে থাকে।
#কবিতা
উত্তর মেলে না
- মোঃ আহসানুল হক
২৯ জানুয়ারি, ২০২৪
নিউইয়র্ক
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন