বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

পতাকা রঙ

 


লাল সবুজ, পতাকা ছিলো 

বাংলাদেশটা ছিলো স্বাধীন 

হঠাৎ করেই লাল হলো

রক্তে ভেসে হলো পরাধীন;  


দামাল কিছু ছাত্র একদিন 

বললো মিলে অধিকার দাও 

পরাধীন দেশে অধিকার কই 

শাসক দল বললো - দূর হও;  


গুলির তুফান বইয়ে দিলো

আপামর ছাত্রের ওপর

ছাত্ররা সব উঠলো ফুঁসে 

সারি সারি লাশের ভেতর; 


সবুজ মানচিত্র লাল হয়ে 

পুরোটা সবুজ গেলো ঢেকে 

রক্তে জোয়ার আসে যখন 

রুখতে পারে কে তাকে?      


লাল হয়ে দেশ কাঁদছে সবে 

দেশটা পুরো শোকে হারা 

লাল হয়েছে চোখের সাদা 

কালো মণি বেয়ে রক্তধারা;


রক্তে বদলেছে মানচিত্র

কোথায় পাবে এখন সবুজ

ঝাঁকি খেয়ে রক্ত জেগেছে 

ছাত্রসমাজ হয়েছে অবুঝ;


একদিন তারা আনবে ছিনিয়ে

মানচিত্রের ঐ সবুজ রঙ 

রক্ত ধুয়ে গড়বে দেশ  

লাল সবুজের পতাকা রঙ। 



#হিবিজিবি_কথা


পতাকা রঙ 

 - মোঃ আহসানুল হক 



০৩ অগাস্ট, ২০২৪ 





   


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন