আমার চাচা একাত্তর এ যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়েছিলেন
সেই হিসাবে আমাদের ফ্যামিলির মুক্তিযোদ্ধা ট্যাগ লাগানোর কথা
কিন্তু সেদিনই নিজেকে মুক্তিযোদ্ধা ফ্যামিলির ট্যাগ থেকে ছাড়িয়েছি,
যেদিন থেকে বুঝতে শিখেছি, আমারই কতিপয় রক্তের আত্মীয়-স্বজন
শহীদ আত্মীয় আর ভাই এর মুক্তিযোদ্ধা হওয়ার নানা ফায়দা লুটছেন
তখন থেকেই আমি তোমাদেরই মত নরমাল ফ্যামিলি - ভুল করেছি?
কাজের জন্য কার না সরকারি অফিসে দৌড়াতে হয়! আমারও হয়েছিলো
সেখান থেকে প্রতিদিনই নতুন নতুন কিছু না কিছু শিখে আসতাম
ইউনিভার্সিটির স্যর'রা সেগুলো কখনো শিক্ষা দেন নাই, এটা হয়?
ওনারা ভুলে যেতেই পারে তাই বলে বাবা-মাও এ শিক্ষাগুলো দেবেন না!
তাহলে এখন সরকারি অফিসে কাজ করাই কি দিয়ে? বড্ড লাগছে ভয়
আর দিনের পর দিন শুধু শুধুই ওখানে টেবিলে টেবিলে ঘুরে জুতা ক্ষয়;
কিছু উদাহরণ, যেগুলোকে হাতেকলমে প্র্যাক্টিক্যালও বলতে পারো
এই ধর প্রথমেই শুনলাম টেবিল মানি, বোকা আমি বুঝলাম না
একজন বুঝিয়ে দিলো, টেবিলের ওপর যে ফাইলটা রয়েছে গাধা,
তা চালু করার জন্য টেবিল মানি দিতে হবে না! - ঐ ঘুষ যাকে বলে
আমি বোকার মত জিজ্ঞেস করলাম, টেবিল মানি দিয়ে ফাইল চালু?
ফাইল কি ইঞ্জিন? উনি রাগত দৃষ্টি হেনে বললো- মুড়ি খা গাধা;
আমি মুড়ি পাই কই? তাই টেবিল মানি দিয়ে ফাইলে স্টার্ট দিলাম
তার পরের মাসে গিয়ে দেখি ফাইলটা টেবিলের এধার থেকে ওধারে
তারমানে কাজ হয়ে গেছে; আমি বললাম এবার ফাইলটা দিয়ে দেন
ধমকে উঠে বললো, চশমা মানি কে দেবে? আমার জিজ্ঞাসু দৃষ্টি
বললো, ষাঁড় যে ফাইলটা পড়বেন তার জন্য চোখে চশমা লাগাবে না?
আমি কিঞ্চিৎ বুঝে গিয়েছি এবার, বললাম চশমা কিনতে কত নেন?
পরের মাসে গিয়ে দেখলাম ফাইল নেই, জিজ্ঞাসা করতেই বললো
আরে বুদ্ধি মানি না হলে ফাইল চলবে কিভাবে? ষাঁড়দেরও বুদ্ধি লাগে
আর এটা তো এক ষাঁড়ের বুদ্ধিতে হবে না, কয়েকজন মিলে বসবে,
এখানে বুদ্ধিমানির পরিণাম অনেক অনেক বেশি, আমি অসহায় ছিলাম
ফাইলটা সাইন করাতেই হবে নাইলে অনেক বড় বিপাকে পড়ে যাব
অনেক কষ্টেসৃষ্টে ধার করে বুদ্ধিমানি দিলাম, এবার ফাইলে কলম ঘষবে;
ভেবেছিলাম কাজ হয়ে গেছে, আনন্দিত চিত্তে পরের মাসে আবার গেলাম
গিয়ে দেখি ফাইলের খবর নাই, খোঁজ নিয়ে জানলাম ষাঁড়ের আলমিরাতে
আমি বললাম বুদ্ধিমানি তো হয়ে গেছে, এখন সাইন করতে কি বার্তা?
যেন গাধার দেখছে, এভাবে আমার দিকে তাকিয়ে বললো - কলমমানি কই?
ওটা কি? বললো বুদ্ধিমানির খরচ বুদ্ধিতেই শেষ, উপায় একটা বের হয়েছে
সাইন করবে কি দিয়ে কলম না কিনে? কলম ছাড়া সাইন হয় নাকি? - অগত্যা;
ষাঁড়ের সাইনের জন্য টেবিল, চশমা, বুদ্ধি আর মন কলমমানি দিতে দিতে
বছর পার করে তবে ফাইল পেলাম হাতে - সেলুকাস দেশে আমাদের বাস
আপনাদের কারও কি এ পরিস্থিতিতে পড়তে হয়েছে? আমার কেন হলো?
শরীরে ট্যাগ লাগাই নি বলে? চাচা কি ট্যাগ লাগাতে শহীদ হয়েছিলেন?
স্বাধীনতা কি এসেছে? স্বাধীন দেশের অফিসে এভাবে ভোগান্তি পোহাতে হয়?
তবে তো আমরা স্বাধীন হইই নি, স্বাধীন হওয়ার ভান করছি; বিবেকবুদ্ধি দিয়ে ক্ষয়।
#হিবিজিবি_হাবিজাবি
টেবিল চশমা বুদ্ধি কলম
- মোঃ আহসানুল হক
০২ অগাস্ট, ২০২৪
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন