বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

বাবা-মা সন্তান

 সম্পর্ক গুলো একেকজনের সাথে একেক রকম 

যতদিন শিশু ছিলাম বাবা মায়ের কোলে 

একটু বড় হয়ে হাত বাড়াতে শিখতেই আঙ্গুল ধরেছিল একে একে ভাই বোন আত্মীয়-স্বজন 

তারপর আরেকটু বড় হতেই বাড়ানো হাতে বন্ধুবান্ধব 

বড় হতে হতে পরিচিতির গণ্ডি বাড়তেই থাকলো 

শিশু সন্তান থেকে আমি নিজেই হয়ে গেলাম কারো ভাই কারও চাচা কারও মামা;  


কৈশোর পেরিয়ে যৌবন আসতে না আসতেই আমি কোন এক প্রেমিকার প্রেমিক 

বিয়ের পিঁড়িতে বসার পর থেকে বউয়ের স্বামী 

এখন পর্যন্ত এ পদটা স্থায়ী হয়ে রয়েছে,  স্থায়ী হয়ে গিয়েছে স্বামী হিসেবে দায়িত্ব কর্তব্য, 

তারপর ঘরে একে একে সন্তান সন্ততি আসা শুরু করতেই আমি হয়ে গেলাম বাবা

বাবা ডাকটা খুব সহজ, তবে বাবা নামক কর্তব্যের জোয়ালটা অত্যন্ত ভারী 

বাবা হতে গেলে নিজেদের সাধ আহ্লাদ অনেকটাই বিসর্জন দিতে হয় 

সাধ আহ্লাদ বিসর্জন দিতে হয় মা হয়ে গেলেও 

নিজেদের পেছনের দিকে তাকিয়ে দেখতে গেলে মাঝে মাঝে খুব আশ্চর্য হয়ে যাই 

 - আমিও কোন এক কালে প্রেমিক ছিলাম, সে ছিল প্রেমিকা 

 - আমিও কোন এক কালে স্বামী ছিলাম, সে ছিল স্ত্রী 

আর ছিল আমাদের নিজস্ব কিছু সময়; 


- আজ আমরা কেবলই বাবা-মা আর আমাদের ধ্যান-ধারণা সব সন্তানদের ঘিরে 

শত দুঃখ কষ্ট হাসিমুখে সয়ে 

সন্তানদের ভবিষ্যতের দিকে চেয়ে

সংসারে বাবা নামক এক মুখোশ পরা সং 

 - জোয়াল কাঁধে চলেছি; 


তবু সন্তানদের মুখে যখনই হাসি দেখি তখনই মনে হয় সং সাজা সার্থক 

আবার সাধ্যের অতীত চেষ্টাতেও যখন সন্তানদের গোমরা মুখ দেখতে হয় 

তখন মনে হয় কি দরকার ছিল বাবা হওয়ার?  

বেশ তো ভালো ছিলাম সন্তান হয়ে বাবা মায়ের কোলে; 

আচ্ছা! তোমাদেরও কি এরকম মনে হয়?  

আমি বাবাদের বলছি 

আমি মায়েদের বলছি 

সংসারে সন্তানরা বাবা-মা হওয়ার সুখ কিংবা দুঃখ কি বোঝে? 

তবে একদিন বুঝবে 

 - যেদিন তারা নিজেরা বাবা-মা হবে; 

- আজ বুঝি,  কত কষ্টই না বাবা-মাকে দিয়েছি।  


#কবিতা 


বাবা-মা সন্তান 

 - মোঃ আহসানুল হক 


৮ ফেব্রুয়ারি, ২০২৪

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন