বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

ঘুমঘোরে ফিনিক্স পাখি

 মন যা পেতে চায় 

 - মন কতটুকু পায়? 

      যতটুকু পায়, আদৌ কি চেয়েছিলো?

        - ভালোবাসা সবসময় পাওয়া যায় না; 


মন যা ছুঁতে চায় 

 - কতটা ছোঁয়া যায়?

      যা কিছু ছুঁয়েছিলো, সেটা কি চেয়েছিলো? 

         - মন আদতে ছোঁয়া যায় না; 

 

ঐ তো ভালোবাসা নামক একটা সম্পর্ক 

 - কোন একটা সময় জীবনে আসে 

      মনের ভেতর শীতল পাটি পেতে বসে

       - ভালোবাসার নামে শরীর ছোঁয়া, তারপর কান্না; 


সম্পর্ক আঠায় জুড়ে না 

 - কোন একটা সময় নতুন সম্পর্ক হয়

      প্রেম হোক না নাই হোক, স্বামী-স্ত্রী নাম রয় 

        - শরীর মিলে মিলে বংশোদ্গোম;


মন এটা চায় নি 

     - শরীরের চাহিদা 

ভালোবাসা পায় নি 

     - কামের বাসনা 

সম্পর্কটা ঠিক হয় নি 

    - মানুষের জুড়ে দেয়া 

বিছানায় স্বামী-স্ত্রী

   - কামের পর একাকী 


ইশশ! 

  সেদিন আরেকটু সাহস করলেই হতো

   - মন যা চেয়েছিলো শরীর তা পেতো

     - মন যাকে চেয়েছিলো শরীর তাকে ছুঁতো 

       - ভালোবাসাবাসি দুজনার হতো 

         - আফসোস ভেসে বেড়ায় অন্ধকার ঘরে; 


তারপর ঘুমঘোরে স্বপ্নে স্বপ্নে 

   - চাওয়া আর পাওয়ার বিভ্রমে 

       দুজন দুজনার দিকে ফিরে 

        - দুজনার হাত হয়তো দুজনকে ছোঁয়, অন্য কাওকে ভেবে

             জড়িয়ে ধরতে গেলেই ছোঁয়ার বিভ্রমে জেগে ওঠে দুজনে 

                 তারপর পাশ ফিরে আবার ঘুমায়, চোখে স্বপ্ন নিয়ে  

                    - অন্ধকারে কোথায় জানি লক্ষীপ্যাঁচার ডাকে

                          রাতের নিস্তব্ধতা ভেঙ্গে


দুজনার স্বপ্নগুলো উড়ছে অন্ধকারে 

   জুড়ে দেওয়া সম্পর্কটার শুরু থেকে 

        ডানাভাঙা এক স্বপ্ন উড়ছে 

            উড়ছে 

              উড়ছে 

            উড়ছে 


আমরা স্বপ্ন দেখি ঘুমঘোরে 

    ঘুমঘোরে 

      ঘুমঘোরে 


আকাশে চাঁদ ঝুলে থাকে,  

   জ্যোৎস্না থাকুক কিংবা অমাবস্যা

      চাঁদের কি এসে যায়? 


        ভালোবাসার ফিনিক্স পাখি ওড়ে প্রতিটা প্রেমিকের মনাকাশে 

             প্রতি রাতে ঘুমঘোরে  

                জ্যোৎস্না কিংবা অমাবস্যায়। 


#হাবিজাবির_হিবিজিবি 


ঘুমঘোরে ফিনিক্স পাখি 

 - মোঃ আহসানুল হক 


১৮ এপ্রিল, ২০২৪ 





 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন