বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

সমালোচনা

 আমরা সবাই নিজেদের এক্সপোজ করতে ব্যস্ত 

ঐ যে আজকাল কি একটা টার্ম ব্যবহার করে না? 

 - শোকেস মাইসেল্ফ না কি যেন! 

এর অর্থ কি নিজেকে প্রদর্শন নাকি অন্য কিছু? 


আমরা সবাই ব্যস্ত নিজেকে প্রদর্শনে 

 - নাকি বলা উচিৎ স্বীয় স্বকীয়তা বিপণনে, 

যারা গল্প কবিতা লিখতে পারেন - তারা ব্যস্ত বই ছাপানোতে

যারা বই ছাপিয়ে ফেলেছেন - তারা ব্যস্ত বইয়ের প্রোমোশনে

যারা গান গাইতে পারেন - তারা ব্যস্ত মানুষকে গান শোনানো'তে 

যারা কবিতা আবৃত্তি করতে জানেন - তাদের চেষ্টা আবৃত্তি শোনানোর

আর যারা নৃত্য জানেন - তাদের চেষ্টা নৃত্য প্রদর্শনে, 

আর এগুলো দেখানো শোনানো পড়ানো আর বিক্রির মহরত কোথায় হয় জানেন? 


হ্যাঁ,  ঠিক ধরেছেন

তা তো ধরবেনই

এটাই এখনকার সবচেয়ে প্রচলিত মাধ্যম 

আমিও যেখানে হাবিজাবি সব উগরে দেই

বুঝলেন না? 

আরে বাবা এই যে এই ফেসবুক! 

 - আজকালকার সবচেয়ে জনপ্রিয় বিপণন মাধ্যম; 


এই যে ভাই! ঠ্যাস মেরে কথা বলছেন কেন? 

এইটুকু কেন বোঝেন না যে যাদের প্রতিভা আছে তারাই প্রতিভার বিপণন করেন

আর আমার মতো যারা বেগুন - তারা ফেসবুকে করেন ঠ্যাস মারা সমালোচনা,

তাই না? 

এটা কেন বোঝেন না যে, যাদের প্রতিভা আছে তারাই প্রতিভার প্রকাশ করবে 

 - না হলে বন্ধু বান্ধব জানবে কি করে? 

প্রতিভার প্রকাশ না থাকলে বিপণন হবে কি করে? 

বিপণন না হলে শিল্প সাহিত্যের প্রসার ঘটবে কিভাবে? 

অথচ আজকাল আপনাদের ঠ্যাস মারা সমালোচনার তুবড়ি পড়লে মনে হয় 

 - ফেসবুকে ঢোকাটাই বিড়ম্বনা; 


এই যাহ! 

আমিও কি বোকার মত সমালোচকদেরই সমালোচনা করছি?  

তাও আবার ফেসবুকে! 

আমাকে দিয়ে কিছছু হবে না। 


#হিবিজিবি 


সমালোচনা 

 - মোঃ আহসানুল হক 


১৫ জানুয়ারি,  ২০২৪

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন