ঐ যে শ্যাওলা পুকুরটায় গাঢ় সবুজ জল!
আঁধার নামতেই জলে কালো
একমাত্র সূর্যই সাহস করে
টুপ করে ডুবে যেতে, সন্ধ্যা নামতেই.........
প্রেমে ডুবতে না পারার অক্ষমতা
শুধুই প্রেমিকের......
কত রূপেই না দেখি চাঁদ'কে!
কত শোভা, কত নাম আর প্রেমিকের কবিতায় আঁকা
নিজস্ব আলো কোথায় তার?
ধার করা আলোতে পথ চলতে চায় প্রেমিক
প্রেমে অমাবস্যা এলে দোষ দেবে কাকে?
সন্ধ্যা পার হতেই রাতের সাথে অন্ধকারের ফিসফাস
প্রেমের কবিতা বোনা হয় ব্যর্থতার জালে
তারপর ঝপ করে কান্নার জাল ফেলতেই
একটি দুটি রূপালী ইলিশের চকচক
চাঁদের ধার করা সূর্যের রাতে;
ভালোবাসার খুব গভীরে কোথাও কি আলো আছে?
প্রেমের নিকষ কালো রাতে তারা'রা হাসে.....................
প্রেমিকের কলম ব্যর্থতা লিখে
রাত-বাদুরের পিঠে।
#হিবিজিবি_এলোমেলো
তারার হাসি
- মোঃ আহসানুল হক
০৯ ডিসেম্বর, ২০২৪
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন