কোরবানির হাটে আজকাল কেজিতে গরু বিকোয়
যার যার সামর্থ্য অনুযায়ী কিনছে, অর্থের বিনিময়
কোরবানি দিতে হয় পশুত্ব, মনের ভেতরে যেথায়
মাংসের হিসাব কেজির হিসাবে, কোরবানি কোথায়?
টানাটানির মাঝেও একদল মানুষ কোরবানির হাটে যায়
বৎসরে একবার কোরবানি করতে কষ্টের টাকা জমায়
সৎ উপায়ে অর্জনের টাকায়, কোরবানি করতে হয়
কোরবানির অর্থ মনের পশুত্ব বিসর্জন, শুধু অর্থ নয়;
সাধারণ মানুষ হাটে যায়, হাজারে গরু ছাগলের খোঁজে
যে যার সামর্থ্যের ভেতর, কোরবানির পশুর খোঁজে
অসাধারণ কিছু মানুষ আছে, অসাধারণ পশু খোঁজে
লক্ষের ওপর ছাগল চাই আর কোটিতে গরু খোঁজে;
সাধারণ মানুষ সাধারণ পশু কেনে সাধারণ সব দামে
সৎ উপার্জনে অসাধারণ মানুষ কোথায় পাবে খুঁজে
অসাধারণ মানুষ পশু কেনে কিছু অসাধারণ সব দামে
অসাধারণের অসাধারণ উপার্জন, সাধারণে সব বুঝে;
লাল সাদা ছোপছোপ দাগ, এক ছাগলের সারা গায়
এক চতুর পাগলে পনর লক্ষ ছাগলের দাম হাঁকায়
কোরবানির হাট জোড়া মানুষ, দাম শুনে ভিমড়ি খায়
বার লক্ষে ছাগল কিনে, খুশিতে এক ছাগল লাফায়;
বেটে মোটা খাটো লম্বা, নানা রঙের গরু বাহারি
দড়ি ধরে দাঁড়ি টানে, দাঁড়িয়ে চতুর এক ব্যাপারী
গরুর দাম হাঁকে কোটিতে, মোছ দাঁড়িতে দিয়ে তা
কিছু বলদ লাইনে দাঁড়িয়ে, এরাই নাকি সব ক্রেতা;
উচ্চ বংশীয় পশু বলে, চতুর বিক্রেতাদের গলাবাজি
ওনার ক্রেতাগণ হারাম উপার্জনে, হজ্জ করা সব হাজী
একটি পশুও নিম্ন বংশের নয়, চাপাবাজি করে বিক্রেতা
হারাম টাকার হালাল ব্যবহারে মুগ্ধ হয়ে যায় সব ক্রেতা;
হালাল হারাম কে বাছে? বিবেক আগেই হয়েছে ক্ষয়
হারাম টাকায় হজ্জ কোরবানি এদের দ্বারাই সব হয়
ধর্মের নামে খরচ করেছি আল্লাহ্'কে কেন পাব ভয়?
হারাম টাকার হালাল ব্যবহার, ধর্মের নামেই যত হয়।
#হিবিজিবি_মনের_হাবিজাবি_কথা
কোরবানির হাট
- মোঃ আহসানুল হক
১৫ই জুন, ২০২৪
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন