বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

চাঁদের নিস্তব্ধতা

 আকাশে চাঁদের উঁকিতেই আকাশ খিলখিল, 

আজ পূর্ণিমা

আমি গহীন বনে

বনের গাছগুলোর মাথা জ্বলজ্বল করছে চাদের আলো পিছলে পড়ে 

কিছু সৌন্দর্য মন কাড়ে আর কিছু হতবিহ্বল করে 

আমি অনেকক্ষণ স্তব্ধ হয়ে আছি আকাশের দিকে চেয়ে; 


মাঝে মাঝে নিস্তব্ধ বনের নিস্তব্ধতা খানখান করে দিচ্ছে কিছু রাতের পাখি 

অদ্ভুত অদ্ভুত সব ডাকে, 

আমি মনে মনে তাদের ধমক দিচ্ছি নিস্তব্ধতা ভেঙে দেয়ার দায়ে 

সবাই নিস্তব্ধতা উপভোগ করতে জানে না 

আমি নিস্তব্ধতার নিশ্চুপ প্রাণী 

আমি নির্জনতায় নিস্তব্ধতা উপভোগ করতে জানি, 

জীবনে ঠেকেই বুঝেছি নিশ্চুপ নিস্তব্ধতার চেয়ে শ্রেয় কিছু নেই

তোমাদের ঐ ইট-কাঠের হৈচৈ এর সমাজে 

আমি আমার নিজের সমাজ গড়ে নিয়েছি নিস্তব্ধ মনের ভেতরে 

কোত্থেকে জানি এক রাত-প্যাঁচা খুব কাছেই ডেকে উঠলো তারস্বরে 

এবার আমি সত্যিই বিরক্ত হয়ে প্যাঁচার পানে ধমকে উঠলাম

প্যাঁচার কিছু আসলো গেলো কি? 

আমার মৃদু ধমকে খানখান হয়ে গেলো জ্যোৎস্নার নিস্তব্ধতা 

হো হো করে উপহাসের অট্টহাসি হেসে উঠলো নিস্তব্ধ বনের নীরবতা।  


#হিবিজিবি_হিবিবিজি 


চাঁদের নিস্তব্ধতা 

- মোঃ আহসানুল হক 


২২ মে, ২০২৪

হাজারিখিল

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন