বড্ড ঠোঁট ফাটছে শীতে
তুই ছাড়া কেন যে এলাম এই মরার দেশে?
শুধু ভেসলিনে কি আর ঠোঁট ফাটা সারে?
ঠোঁটের ভেসলিন তো তোর ঠোঁটে;
এই শীতের দেশে আসার আগে তুই নিজহাতে কার্ডিগানটা বানিয়ে দিয়ে বলেছিলি- পরো কিন্তু!
এই বরফাচ্ছন্ন শীতের রাতে কার্ডিগানে শীত মানে?
শরীরের ওমের জন্য শরীর টানে;
এবার দেশে ফিরলে আমরা দুজন মিলে লম্বা এক ছুটিতে যাব
- শুধু তুই আর আমি,
হয় পাহাড়ে কিংবা জঙ্গলে অথবা সমুদ্রে
তুই পাশে থাকলে এক মুহূর্তের জন্যও ঠোঁট ফাটবে না
তুই পাশে থাকলে শীত আমাদের ছুঁতেই পারবে না
শীত হটিয়ে দিব দুজন দুজনায় ভালোবাসাবাসির ওমে।
#কবিতা
মরার শীত
মোঃ আহসানুল হক
০৩ জানুয়ারি, ২০২৪
মন্ট্রিয়ল
কানাডা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন