বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

প্রয়োজনাতিরিক্ত

 প্রয়োজনাতিরিক্ত কিংবা মাত্রাতিরিক্ত 

দুটোই বিষবৎ, আবশ্যিক পরিত্যাজ্য;  


সে চাহিদাই হোক কিংবা প্রাপ্তি

ক্ষমতা, টাকা কিংবা সম্পদ 

লোভ লালসা আর যত রিপু 

অথবা সম্পর্ক, দূর থেকে যতটুকু;

আচ্ছা সম্পর্ক? সেটা কেন কলুষিত হয়? 


একটা আছে রক্ত সম্পর্ক - বাবা-মা, সন্তান

আরেকটা সম্পর্ক আছে খুব কাছের - স্বামী স্ত্রী, 

এই সম্পর্কগুলো তো আত্মার, 

এগুলোতেও কি মাত্রা মেনে চলতে হয়? 

এত যে মাত্রার কথা বলছ? - বড্ড ভয় হয়; 


সম্পর্কেও মাত্রা আছে, আছে ধনাত্মক আছে ঋণাত্মক

ধনাত্মক সম্পর্কগুলো স্বাস্থ্যকর, মাত্রার মধ্যে যত  

ঋণাত্মক সম্পর্ক ক্ষতিকর, মাত্রা ছাড়া যত্রতত্র  

আজকাল ঘরে ঘরে ঋণাত্মক সম্পর্কের ডামাডোল 

বাবা-মা আর সন্তানের মাঝে - যখন স্বার্থ আর সম্পত্তি  

স্বামী আর স্ত্রীর মাঝে - যখন পরকীয়া সুরের ঊর্ধ্বগতি  

আত্মীয়দের মাঝে তো সারাক্ষণই - স্বার্থের ঢোল বাজে

বন্ধু-বান্ধবের মাঝে টাকা পয়সার লেনদেন - খুব বাজে;


একটা মানুষের প্রয়োজন কতটুকু? 

অন্ন বস্র বাসস্থান সচ্ছলতার পরিমাণ 

এই পরিমাণের পরিমিতিবোধ লোপ পেলেই যত গণ্ডগোল 

লোভ এসে ভর করে, বিবেকের ঘুম অন্ধকারে 

লোভের পারদ চড়ে, চাহিদার পরতের ঘরে 

আরও চাই আরও চাই রক্তে অস্থি মজ্জায় 

রাশ টানবে কি করে? - প্রাপ্তি টাকায়, বিবেক ঘুমায়

লোভ অর্থের দিকে টানে, অর্থ অনর্থ আনে

মনুষ্যত্বের অবক্ষয়! অর্থ থাকলে সব হয় 

সম্পদের পাহাড় গড়ে, মনুষ্যত্বের ঘাড়ে চড়ে 

বিবেক ঘুমাক - আমার কি?

মনুষ্যত্ব মরে যাক - আমার কি? 

আমি চাহিদার ওপর লোভ চাপিয়ে - সম্পদ গড়েছি;


আমি আজকাল প্রায়শই নিজেকে খুঁজি 

মাত্রাতিরিক্ত লোভের খাঁজে  

আমি আজকাল প্রায়শই নিজেকে খুঁজি 

প্রয়োজনাতিরিক্ত অর্থের ভাঁজে, 

আমি সম্পর্কের ভেতরের সম্পর্কগুলোকে খুঁজি 

অবহেলায় হারানো সব সম্পর্কের মাঝে 

তারপর মাঝে মাঝে বিবেক ঘুম থেকে উঠতে চাইলেই 

মাত্রাতিরিক্ত চাহিদার চাপে মনুষ্যত্ব চাপা দেই। 


#হিবিজিবি_হাবিজাবি


প্রয়োজনাতিরিক্ত

 - মোঃ আহসানুল হক 


০৫ এপ্রিল, ২০২৪

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন