বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

মৃত্যুর দলিল

 কে বলেছে সময় ফুরোঁয় সময়ের আগে?

মৃত্যু! সময়ের সাথে সাথে জীবনের ভাগে

ওরা বলে, আহা! চলে গেলো সময়ের আগে

আমি বলি জীবনটা কাটিয়েছে, সে তার ভাগে;


ঐ যে বৃদ্ধা ধুঁকছে, আশি কিংবা নব্বইয়ে

মৃত্যুর অপেক্ষায় তিলে তিলে পায়ে পায়ে 

অথচ হুট করে মরে গেলো প্রৌঢ় সন্তান 

জীবনের কোটা পূরণে মৃত্যু নিয়ে যায় প্রাণ;


তিল তিল করে জঠরে, রূহের ফুঁৎকার 

ভূমিষ্ঠ হতেই তারস্বরে দিয়েছিলো চিৎকার 

একটা পুরো জীবন কেটে যায় হেসে-খেলে   

মৃত্যু অমোঘ, রূহ'টা টুপ করে চলে গেলে; 


রূহ নামক এক আজব বস্তু, কে দেখেছে, কবে?

ওটাই জীবন, মৃত্যুতে দেহ ছেড়ে চলে যাবে 

কেউ একজন ডাকবে ঐ অনেক ওপর থেকে

মুহূর্তে চলে যেতে হবে সবকিছু ফেলে রেখে;  


পরকালের জীবনের কথা ক'জন বুঝে চলে  

হিসাব দিতে হবেই তাকে পাই-পাই তিলে-তিলে 

অর্বাচীনের কালক্ষেপণ, যত্রতত্র হেসে-খেলে  

অথচ একটি মাত্র স্বাক্ষর বাকি, মৃত্যুর দলিলে। 



#হিবিজিবি_হিবিজিবি 



মৃত্যুর দলিল 

 - মোঃ আহসানুল হক 


১১ জুলাই, ২০২৪ 






  



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন