দেখ দেখ! আকাশটা কি অদ্ভুত নীল
আর মেঘগুলোকে দেখ! যেন সাদা আর ধূসরের কতগুলো রঙের আঁচড়,
সাদা যে কত রকম হতে পারে কিংবা হালকা ধুসর হতে হতে কালচে
তা মেঘের মাঝে রঙের খেলা না দেখলে বোঝাই যায় না;
আর ঐ যে আকাশে নীলের রকমফের!
- আর কোথাও দেখেছিস এমন?
তুই কতক্ষণ অদ্ভুত চোখে তাকিয়ে থেকে বললি,
- তোর মাথা খারাপ হয়ে যাচ্ছে;
তা না হলে মেঘের ভেতর কেউ রঙ দেখে? কিংবা আকাশে?
- আরে আকাশ নীল সবাই জানে, জানে মেঘ সাদা-কালো
- এর মধ্যে তুই রঙ দেখছিস কোথায়?
আমি ফিক করে হেসে দিয়ে বললাম - তোর ঠোটে কতরকম হাসি আর চোখে কতগুলো কান্না জানিস?
আমি হাজারো অনুভূতির রঙ দেখি তোর চোখে চেয়ে
আমি হাজার অনুভবে ভেসে যাই তোর ঠোঁটে ডুবে;
তুই নাম না জানা এক ভ্রুকুটির ঝাপটায় আমায় ডুবিয়ে খিলখিল করে হেসে উঠে
আমার মাথার চুলে বিনুনি কেটে বললি - তুই পাগল,
সেই প্রথম দিন থেকে আজ পর্যন্ত;
আমি আকাশ আর মেঘ কে পাশে সরিয়ে তোতে ডুবে যেতে যেতে বললাম - তোকে যে ভালোবাসি!
সেই প্রথম দিন থেকে আজ পর্যন্ত!
আকাশ লজ্জা পেতেই মেঘ এসে ঢেকে দিলো সূর্য;
ভালোবাসা বোধহয় এমনই
- তাই না?
#কবিতা
প্রথম থেকে আজ পর্যন্ত
- মোঃ আহসানুল হক
24 December, 2023
Sandiapeak
New Mexico
USA
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন