বুদ্ধিজীবী অনেক দেশে
সুশীল তাদের নাম
সরকারি দল পেলেই হলো
চাটা তাদের কাম;
পা থেকে মাথা সব চাটে তারা
নেই ঘৃণা এদের
চাটতে পারলেই অপার শান্তি
আনন্দ তাঁদের;
অনেক নাকি বুদ্ধি তোদের
ছাত্র ছিলি নাকি?
বিশ্ববিদ্যালয়ে পড়াটাই তোদের
শুভঙ্করের ফাঁকি;
আপামর জনতার সাথে
কবেই ছিলো তারা
চেটে চেটে তকমা সুশীল
হাতিয়েছিলো যারা;
চাটতে চাটতে জিহ্বা ক্ষয়
জুতা হাতে নিয়ে
বিবেকটারে বিকিয়ে দেয়
জুতা চাটতে গিয়ে;
দাবির আওয়াজে এরা নিশ্চুপ
জনগণের দাবি
এরা আসলে মানুষ নাকি
প্রায়শই আমি ভাবি;
আজকে দেশের ক্রান্তি-লগ্নে
কোথায় দেশের সুশীল
বালির মধ্যে মুখ লুকিয়ে
পাছা তাক আকাশের চিল;
এখন তাঁদের কান বন্ধ
শুনতে পারে না শব্দ
ধর্ম নিয়ে বলেই দেখ না
করবে তোমাকে জব্দ;
ধর্ম বলতে ইসলামের কথা
বলতে চেয়েছি আমি
বাকি সব ধর্ম তাঁদের কাছে
ভাতার কিংবা স্বামী;
আজকে তোদের মুখ বন্ধ
অধিকারের বজ্র নিনাদে
নিজের ঘরে অন্ধকার কোনে
স্ত্রীর ডিমেতে তা দে;
তোদের পেলে একটা একটা
পেছনে বাঁশ ফাটাবে
এরপর কোন আওয়াজ তুলিস
স্যান্ডেল চেটে খাওয়াবে;
চাটতে চাটতে জিহ্বায় ঘা
চাটার লালা তোরা ঘুটে খা
সাথে নিয়ে কিছু সমাজের ঘা
সুশীল চাটনি মিলিয়ে খা।
#হিবিজিবি_মনের_হাবিজাবি
সুশীল চাটনি
- মোঃ আহসানুল হক
৩০ জুলাই, ২০২৪
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন