একদিন আমিও যুবা ছিলাম, সাহস ছিলো বুকে
আজ যেন বেশ বয়স হয়েছে, বাঁচছি ধুঁকে ধুঁকে
তখন আমি সন্তান ছিলাম, চিন্তা ছিলো বাবার
আজকে যখন বাবা আমি, সব চিন্তাই আমার;
পঁচাশি থেকে নব্বই, ছিলাম রাজপথে পড়ে
স্বৈরাচারের নিপাত করে, ফিরে এসেছিলাম ঘরে
নূর হোসেন শহীদ হলো, হন্তক চালালো গুলি
'স্বৈরাচারের নিপাত যাক'- বুকে লেখা ছিলো বুলি;
সেদিনও আমি নির্ভীক যুবা, তার পাশে রাজপথে
বাবা সেদিন চিন্তায় ছিলো, অপেক্ষায় চেয়ে পথে
আজ আমার সন্তান সব, পথে পথে রাজপথে
সময়টা কি চলছে তবে! উল্টো চাকার রথে;
আজ কেন রক্ত আমার, বরফ ঠাণ্ডা হলো!
জুজুর ভয়ে অস্থির থাকি, এই বুঝি ধরে নিলো
আজকে আমার সন্তানের বুকে, গুলির বড্ড ভার
তবে কি সেদিন করতে পারি নি, নিপাত স্বৈরাচার;
আজকে আমি বাবা হয়ে, সন্তানের পথ চেয়ে থাকি
ঐ যে কারা আসছে যেন, কাঁধে লাশ কেন? - এ কি!
সন্তানের বুকে গুলি লাগার আগে, দেই নি বুক পেতে
খাটিয়া ধরে কাঁদছি মরাকান্না! পারি নি বাবা হতে?
দরজার সামনে দাঁড়িয়ে এখন কাকে খুঁজবে দুচোখ
সন্তান আমার পতাকায় মোড়া, ঘুমিয়েছে তার চোখ
বাকি সন্তানেরা এখনো রাস্তায়, বুকে পিঠে গুলি খায়
বাবারা সব বিশ্রামে আছে, পিঠ এলিয়ে বিছানায়;
যেদিন বাবাদের ঘুম ভাঙবে, দাঁড়াবে সন্তানের পাশে
কাতারে কাতারে পিতা সন্তান, শবের মিছিল লাশে
সেদিনও তারা গুলি চালাবে, আমার ট্যাক্সের বন্দুকে
সন্তানের সামনে বাবা দাঁড়িয়ে, গুলি টেনে নিতে বুকে।
#হিবিজিবি_মনের_হাবিজাবি_কথা
শবের মিছিল
- মোঃ আহসানুল হক
২৭ জুলাই, ২০২৪
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন