এই তো মাত্র কিছুদিন আগে
ছাত্রছাত্রীরা হাসিখুশি উচ্ছল
ক্লাস করতো, গান গাইতো, নাচতো
কিছু কিছু আবার প্রেমও করতো;
তারপর হঠাৎ করেই কি থেকে জানি কি হয়ে গেলো
হঠাৎ করেই কেউ একজন চিৎকার করে অধিকারের কথা বললো
হঠাৎ করেই সেই চিৎকার সবার হয়ে গেলো
সবার হতে হতে তা স্লোগান হয়ে গেলো;
তারপর হঠাৎ একদিনই কারও কারও এ স্লোগান পছন্দ হলো না
তারপর অশুভ শক্তি নিয়ে তারা ঝাঁপিয়ে পড়লো ছাত্রদের ওপর
রেহাই পেলো না ছাত্রীরাও
তারপর রক্ত আর রক্ত
শিক্ষা প্রতিষ্ঠানগুলো, রাস্তাঘাট এমন কি বাসার ছাদেও রক্ত
কিসের রক্ত জানো!
ঐ ছাত্রছাত্রীদের যারা অধিকারের কথা বলতে গিয়েছিলো
যাদের কথার টুঁটি চেপে ধরেছিলো হায়েনা বাহিনী
এক জান্তব উল্লাসে এখানে সেখানে পথে ঘাটে
গুলি চালিয়েছিলো সরকারি বন্দুকে
সাথে ছিলো আরেক নৃশংস হেলমেট বাহিনী
হেলমেটের আড়ালে মুখ লুকিয়ে তারা পথে নেমেছিলো
গরু জবাই করার ছুড়ি নিয়ে
কেন?
কারণ তারা পোষা, মাসোয়ারা ভোগী
ছাত্রদের অধিকারের চিৎকারে তাঁদের না মাসোয়ারা কাটা যায়!
তাই ছুড়ি হাতে কুপিয়েছিলো নির্দ্বিধায় রাস্তায়
জান্তার ছায়াতলে জানে কিছু হবে না তাঁদের;
তারপর একসময় রাতের বেলায় সব বাতি নিভিয়ে দিয়ে
তারা নির্বিচারে গুলির বন্যায় ভাসিয়ে দিয়েছিলো মহল্লা আর মহল্লায়
বাতি নিভানো বলতে কি বলছি জানো?
ঐ যে বিজলি বাতি এবং বিবেকের বাতি
আসলে কি ঠিক বললাম?
বিবেক বলে কিছু থাকলে তবেই না তা নেভানো যায়;
আজকাল আর কেউ পড়াশোনা করে না
এখন কারও মনে গান বাজে না
এখন নাচের বদলে দৌড়ে জান বাঁচানোর সময়
এখন আর কারও মনে প্রেম আসে না,
আসবে কি করে বলো?
যে মেয়েটা প্রেম করতো তার প্রেমিক মরে পড়েছিলো রাস্তায়
যে ছেলেটা প্রেম করতো তার প্রেমিকাকে উঠিয়ে নিয়ে গিয়েছে
আজকাল ঘরে ঘরে কান্না
তারপরও ওরা থামে না
আজকাল আকাশপথে হামলা চালায়
আজকাল গুলি চলে মাটিতে আর আকাশে
আজকাল হাঁটতে হাঁটতে হঠাৎ পাশের জন রাস্তায় পড়ে যায়
রাস্তা ভেসে যায় রক্তে
আজকাল বাবা-মা আর ছোট বাচ্চাদের নিয়ে ছাদে ওঠে না
উঠবে কি করে বলো!
আকাশপথের গুলিতে ঐ যে কচি পায়ে চলা ছোট্ট মেয়েটি!
ওর লাশ দেখেছ তোমরা?
বীভৎস;
একটা সময় আসবে যখন বিশ কোটি বাংলাদেশির মধ্যে
উনিশ কোটি মানুষ ওরা মেরে ফেলবে
বাকি এক কোটি চাটার দল আর জান্তা
তারও একটা সময় পরে আবার তাঁদের মধ্যেও উঠবে রক্ত দেখার নেশা
মানুষ না পেয়ে নিজেদের মধ্যেই লড়বে রক্তের নেশায়
কাতারে কাতারে চাটার দল মরবে
তারপর শুধু বেঁচে থাকবে অল্প কিছু জানোয়ার
আর লাল সবুজের বাংলাদেশ?
সে তো মারা গেছে সেই কবেই!
- মানুষ শূন্য হয়ে।
একদিন সবুজ বাংলাদেশের স্বপ্ন দেখেছিলো মানুষ
আর মৃত বাংলাদেশে বেঁচে আছে অল্প কিছু হায়েনা
ওরা তারপর কি খাবে?
নিজেদের নিজে?
#হাবিজাবি_মনের_হিবিজিবি_কথা
মৃত বাংলাদেশ
- মোঃ আহসানুল হক
২৯ জুলাই, ২০২৪
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন